শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

কারাগারে প্রেরণ ৪ ছাত্রলীগকর্মী

নগরী থেকে গ্রেফতারকৃত ৪
ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ২ মামলা,
কারাগারে প্রেরণ
বৃহস্পতিবার, ৩১ আগস্ট
২০১৭: নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশের
গলি থেকে গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে
অস্ত্রসহ গ্রেফতারকৃত ৪ ছাত্রলীগকর্মীর বিরদ্ধে
কোতোয়ালি থানায় পৃথক অভিযোগে দু’টি মামলা
হয়েছে। এর মধ্যে একটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী
অপরাধ করার অভিযোগে (দ্রুত বিচার আইনে) ও
অন্যটি অস্ত্র আইনে।
গ্রেফতারকৃতদেরকে বুধবার (৩০ আগস্ট) দুপুরে পুলিশ
ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে
প্রেরণ করেছে।
পুলিশ জানায়- লামাবাজার এলাকার খুশি
এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী ঢাকার
নবাবগঞ্জ থানার রায়পুর গ্রামের মো. আমির
খানের অভিযোগে কোতোয়ালি থানায় এ মামলা
দু’টি দায়ের করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে আমির খান
লামাবাজারস্থ খুশি এন্টারপ্রাইজ নামক সিএনজি
অটোরিকশার ব্যবসা করছেন ও তিনি সিলেটে
বসবাস করে আসছেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন
বলেন- গ্রেফতারকৃত ৪ জনকে রিমাণ্ড নিয়ে
জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার (৩০ আগস্ট)
গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে
কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

1 টি মন্তব্য:

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...