রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

কারাগারে আটক সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দিন –কাজী মেরাজ

কারাগারে আটক সকল রাজবন্দিদের
অবিলম্বে মুক্তি দিন –কাজী মেরাজ
সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের
সাবেক সভাপতি কাজী মেরাজ বলেছেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস
চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে
বাংলাদেশের মানুষের গণতান্ত্রীক অধিকার প্রতিষ্ঠায়
নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিএনপি।
বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পূর্ণরুদ্ধারের
আন্দোলণ সংগ্রামে ছাত্রদল সর্বদা সক্রিয় ভূমিকা
রেখে চলেছে। ছাত্রদল প্রস্তুত
দেশনেত্রীর ডাকে গণতন্ত্র পূর্ণরুদ্ধারের
আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে। তিনি অবিলম্বে
সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গুলজার
আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক নাবিল রাজা
চৌধুরী, রাবেল আহমদ ও আজিজ হাসান কুটি সহ
স্বৈরাচারী সরকারের কারাগারে আটক সকল
রাজবন্দিদের মুক্তি ও বাসা বাড়িতে তল্লাসীর নামে
পরিবারের সদস্যদের হয়রানী বন্ধের জোর দাবী
জানান।
তিনি শনিবার সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক
সম্পাদক গুলজার আহমদ ও মহানগর ছাত্রদলের সহ-
সাংগঠনিক নাবিল রাজা চৌধুরী সহ কারাগারে আটক সকল
রাজবন্দিদের মুক্তির দাবীতে সিলেট জেলা ও
মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল
আয়োজিত আম্বরখানা থেকে বিক্ষোভ মিছিল শুরু
করে চৌহাট্রা পয়েন্টের বিক্ষোভ সমাবেশে
সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ
খান ও মহানগর ছাত্রদল নেতা হারুনুর রশিদ হারুনের যৌথ
পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত
ছিলেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের
সাবেক সভাপতি ও যুবদল নেতা দেওয়ান আরাফাত
চৌধুরী জাকির, স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন
আহমদ, সুমন বাহাদুর, ছাত্রদল নেতা মজিদ আহমদ,
আলী আকবর শিপন, আরজু আহমদ, মদন মোহন
বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক এসএম
সেফুল, এইচ এ সোহেল, জুবায়ের আহমদ, জেলা
ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সায়েদ
আহমদ দিপক, সৈয়দ মিজান, জেলা ছাত্রদলের সহ-
পাঠ্যক্রম সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, জেলা
ছাত্রদলের সহ-জলবায়ু সম্পাদক আলী আকবর রাজন,
জাহাঙ্গীর আলম পারভেজ, সাধন কর্মকার, রিজভী
রহমান জামাল, সামাদ হোসেন, মুন্না আহমদ, সায়েম
আহমদ, আসকর আহমেদ, হায়দার আহমদ, মারুফ আহমদ,
রাজু আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জাহেদ
তালুকদার, মাহমুদুল হাসান সাগর, মুরাদ হোসেন, রুমান
আহমদ রাজু, জাবেদ আহমদ, জাহাঙ্গীর আলম, জাহিদ
হাসান জিসান, নাঈদ আহমদ, শাহজাহান, সায়েম আহমদ,
কামরুল হাসান, জাকির হোসেন, মুর্শেদ আহমদ, গুলজার
আহমদ, সুজন আহমদ, সৌরভ আহমদ, উজ্জ্বল প্রমুখ।
#আলোকচিত্রে :
মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...