শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার প্রতিবাদে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

রোহিঙ্গা নির্যাতন-গণহত্যার
প্রতিবাদে নির্মাণ
শ্রমিকদের মানববন্ধন।
মায়ানমারের রাখাইন
রাজ্যে রোহিঙ্গা স¤প্রদায়ের ওপর ববর
নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সিলেট
জেলা বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ
সংস্থার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা বিল্ডিং
নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে
সিলেট নগরীর মদিনা মাকের্ট সংস্থার
কার্যলয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে
সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের
এসে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিল্ডিং
নির্মাণ শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি
সৈয়দ মো: জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে
ও সংস্থার সাধারণ সম্পাদক আলী হোসেন‘র
পরিচালনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
উপস্থিত ছিলেন সিলেট সিটি ৭ , ৮ ও ৯নং
ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও সংস্থার
উপদেষ্টা রেবেকা বেগম রেনু,
মানবাধিকার সংস্থার কর্মী আনোয়ার
বেগম, জালালাবাদ থানা বিএনপির
সভাপতি শেখ আব্দুর জব্বার তুতু, সিলেট
মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ
সম্পাদক এমদাদুল হক স্বপন, ৮নং ওয়ার্ডের
সমাজসেবক ফয়জুল হক।
আরোও উপস্থিত ছিলেন, বিল্ডিং নির্মাণ
শ্রমিক কল্যাণ সংস্থার সিনিয়র সহ সভাপতি
মো: জসিম উদ্দিন, সহ সভাপতি মো: নজুরুল
ইসলাম, মো: বেলাল আহমদ রেজন, যুগ্ন
সাধারণ সম্পাদক মো: সেলিম আহমদ,সহ
সাংগঠনিক সম্পাদক মো: লুৎফুর রহমান, অর্থ
সম্পাদক মো: হরমুজ আলী, দপ্তর সম্পাদক
মেহিদী হাসান বাবুল, সহ দপ্তর সম্পাদক
দুলাল হোসেন দুলাল, প্রচার সম্পাদক নাজিম
আহমদ, আইন সম্পাদক মো: বেলাল আহমদ, তথ্য
গবেষানা বিষয়ক সম্পাদক মো: লিটন মিয়া,
সহ থত্য গবেষানা বিষয়ক সম্পাদক মঈন
উদ্দিন, ক্রীড়া ও সাংকৃতিক সম্পাদক
নাজিম উদ্দিন, ধর্ম সম্পাদক আনোয়ার
হোসেন, সহ যোগাযোগ সম্পাদক দেলোয়ার
হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক মোহাম্মদ
আলী, সহ শ্রমিক কল্যাণ সম্পাদক মো: কয়েস
আহমদ, আরও উপস্থিত ছিলেন, সানোয়ার আলম
ফরহাদ, কামাল আহমদ, জাবেদ আহমদ, মো:
রুখন আহমদ, মো: আলফু মিয়া, মো: মনোয়ার
হোসেন, মো: খালিক মিয়া, আযুব আলী, ছবুর
মিয়া, বিল্লাল হোসেন, আনহার মিয়া,
ওলিউর রহমান,
রোহিঙ্গাদের ওপর ববর নির্যাতন ও গণহত্যা
বন্ধের দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তারা
বলেন, দেশটিতে জাতিগতভাবে
মুসলমানদের নির্মূল করার চক্রান্ত চলছে। এরই
ধারাবাহিকতা নির্বিচারে মানুষ হত্যা
করা হচ্ছে। সেখানে মানব সভ্যতা চরমভাবে
ভুলুণ্ঠিত হয়েছে। ভয়াবহ নৃশংসতা ও
বর্ববরতা কেউ মেনে নিতে পারছেন না।
এ বর্বর হত্যা-নির্যাতন বন্ধে বিশ্ব স
¤প্রদায়কে আরও জোরালো ভূমিকা পালনের
আহবান জানানো হয়। পাশাপাশি
মায়ানমারে সংগঠিত মানবতাবিরোধী
কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে
বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন
বক্তারা।
এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা
শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল
মদিনা মার্কেট থেকে আম্বরখানা প্রদক্ষিণ
করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের
মানববন্ধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
#আলোকচিত্রে :
মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...