শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী


নিজস্ব প্রতিবেদক ::
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলের প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপ-পরিদর্শক (এসআই) অনুপ চৌধুরী বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।
আরো পড়ুন: বন্দরের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের ১৫৫ রাউন্ড গুলি, আটক ৪
মামলার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, মামলায় ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আরো পড়ুন: রায়ের পর সিলেটে সংঘাতে ছাত্রলীগ-ছাত্রদল, গাড়ি ভাংচুর
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর বিকালে বিএনপি নেতাকর্মীরা আদালত এলাকা থেকে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫৫ রাউন্ড গুলি ছুঁড়েছে পুলিশ। আটক করা হয় বিএনপির ৪ জন নেতা-কর্মীকে।
আরো পড়ুন: জিন্দাবাজারে ছাত্রদলের সড়ক অবরোধ, পুলিশের ধাওয়া
এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুরও করা হয়।

রাজপথের আন্দোলনেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে: সিলেট বিএনপি #আলোকচিত্রী :মুছলিম আলী


নিজস্ব প্রতিবেদক ::
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
শুক্রবার বাদ জুমআ নগরীর দরগা গেইট থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সমুহের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, ওলামা দল, তাতী দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।
সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, দেশে একদলীয় বাকশাল কায়েম করতে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে আওয়ামী অবৈধ বাকশালী সরকার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে। জাতি স্বৈরাচারী সরকারের এই ফরমায়েশি ও অন্যায় রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। রাজপথের কঠিন আন্দোলনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এই রায় অবিলম্বে বাতিল করা না হলে আওয়ামী বাকশালীদের কঠোর মূল্য দিতে হবে।
সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, বেগম খালেদা জিয়াকে মাইনাস করে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। গণবিষ্ফোরনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

সিলেটে কড়া নিরাপত্তায় বিএনপির বিক্ষোভ মিছিল  #আলোকচিত্রী :মুছলিম আলী


নিজস্ব প্রতিবেদক ::
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয় এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কোন ধরণের গোলযোগ ছাড়াই কড়া নিরাপত্তায় শান্তিুপুর্ণ বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
শুক্রবার জুম্মার নামাজের পর দরগা গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।
এসময় চৌহাট্টা পয়েন্টে পুলিশ অবস্থান নিলেও মিছিলে বাধা দেয়নি তারা। পুলিশি কোন বাধা না পাওয়ায় শান্তিপুর্ণভাবে বিক্ষোভ শেষ করে বিএনপি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।
এসময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামান, মাহবুব চৌধুরী, আরিফ ইকবাল নেহাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির সব কেন্দ্রীয় কর্মসুচীতে সিলেট বিএনপি মাঠে থাকবে জানিয়ে আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতা কর্মীদের অংশ নেয়ার আহবান জানান তিনি।

সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল বিক্ষোভ মিছিল  #আলোকচিত্রী :মুছলিম আলী


নিজ্স্ব প্রতিবেদক::
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
মিছিলটি শুক্রবার বাদ জুম্মা নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে শুরু হয়ে জেল রোড পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিফতাউল কবীর মিফতার পরিচালনায় বক্তব্য ও উপস্থিত ছিলেন, নাজিম উদ্দিন,আলতাফ হোসেন বিলাল, জয়দেব চক্রবর্তী জয়ন্ত, রুজেল আহমদ চৌধুরী, খালেদুর রশীদ ঝলক, আব্দুল হান্নান, রাহাত বক্ত রাক্কু, তসির আলী, দেওয়ান কামরান, আব্দুল মতিন, সুমন শিকদার, দেওয়ান নিজাম খান, নাসির উদ্দিন, মাসুক গাজী, লাহিন চৌধুরী, শামিম আহমেদ, মিজানুর রহমান নিজাম, শামিম আহমেদ লোকমান, তৌহিদুল ইসলাম আবু, রেজুয়ান উদ্দিন সুমন, রুহুল আমিন, হাবীবুর রহমান হাবীব,কয়েছ আহমেদ, সৌরভ আহমদ শুভ, মইন উদ্দিন, মইনুল ইসলাম, মিছবাউল আম্বিয়া,
সুজন আহমদ, কুদ্দুস মিয়া, আবুল শিকদার, জামাল মিয়া,সাদেক হুসেন খোকা, ফারুক আহমদ, লায়েক আহমদ সৌরব, জুনেদ আহমদ, আহমেদ মুন্না, মুছা মিয়া, জশিম উদ্দিন, খছরু আহমদ প্রমুখ।
পথসভায় বক্তরা বলেন, সরকারের সকল অপকর্মের জবাব দিচ্ছে জনগন। আবারও অবৈধভাবে ক্ষমতা আসার জন্য বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। দেশের জনগন আজ সারাদেশের রাজপথ দখলে নিয়েছে। বিএনপি যেকোনো কঠিন ক্রান্তিকালে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের সকল রাষ্ট্রীয় ষড়যন্ত্র বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

ছাতকে বিএনপির দু’গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল-সভা #আলোকচিত্রী :মুছলিম আলী


নিজ্স্ব প্রতিবেদক::

ছাতক শহরে বিএনপির নেতা-কর্মীরা দু’গ্রুপে ভাগ হয়ে পৃথক বিক্ষোভ মিছিল ও সভা করেছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া প্রহসনের রায় প্রত্যাখ্যান করে ও তার মুক্তির দাবিতে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন নেতৃত্বাধীন বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিএনপি এবং সহযোগী সংগঠন পৃথকভাবে শহরে বিক্ষোভ মিছিল করে।
রায় প্রত্যাখ্যান করে দুপুরে শহরের বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপির আহবায়ক সৈয়দ তিতুমীরের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে বিএনপি নেতা রুহুল আমিন, নজরুল ইসলাম, সামছুর রহমান শামছু, এনামুল কবির, কাজী মাও. আব্দুস সামাদ, লায়েক শাহ, আব্দুল আওয়াল, সামছুর রহমান বাবুল, আশকর আলী লাভু, আব্দুল কাবির, কয়েছ আহমদ, জাহেদুল ইসলাম আহবাব, কুতুব উদ্দিন চেয়ারম্যান, অ্যাড. আব্দুল কাহার, মনির উদ্দিন মেম্বার, বাবুল মিয়া মেম্বার, দিদার আলম মেম্বার, আলী আশরাফ তাহিদ মেম্বার, আব্দুল মমিন, আতাউর রহমান এমরান, ক্বারী আছকির মিয়া, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা চেরাগ আলী, শফি উদ্দিন, দেলোয়ার হোসেন, সামছুদ্দিন, আতিকুর রহমান, সাদিক মিয়া, সুলেমান মিয়া, মতিউর রহমান, আমির আলী, আলী হোসেন মানিক, সাজ্জাদ হোসেন, এমরান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছির বের হয়। মিছিল শহর প্রদক্ষিণ শেষে শহরের জালালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন মহি, আবু হুরায়রা ছুরত, নজরুল হক চেয়ারম্যান, শহিদুর রহমান সোহেল, আবুল হাসনাত চেয়ারম্যান, সামছুল ইসলাম মেম্বার, নাছির উদ্দিন মাষ্টার, তৈমুছ আলী, নুরুল আলম, আলী আমজাদ, পীর এনামুল হক, কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দিন সালমান, হাফিজুর রহমান, আবু সুফিয়ান, লৎফুর রহমান খান, আনোয়ার হোসেন সাগর, আফতাব আলী, সায়াদ মিয়া, মাহবুবুর রহমান, আতিকুর রহম

হবিগঞ্জে ছাত্রলীগ-বিএনপি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ছয়জনের কারাদণ্ডের রায় ঘোষণার পর হবিগঞ্জে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলার বিভিন্নস্থানে অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধরা।


বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের শায়েস্থানগর এলাকায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, খালেদার মামলার রায়ের পরপরই শায়েস্থানগর পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘন্টাখানেক পর আবারও শায়েস্তানগরের পইল রোডে বিএনপি কর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পুলিশ বাঁধা দিলে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ এসময় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুই বিএনপি কর্মীকে আটক করেছে।
এছাড়া জেলার বানিয়াচং উপজেলায় মিছিল বের করলে ৩ বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। পরে দুর্বৃত্তরা শহরের অনন্তপুর এলাকায় শিবিরের কার্যালয়ে অগ্নিসংযোগ করে।
চুনারুঘাট উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ মিছিলটি পণ্ড করে দেয়।
এদিকে, আদালত এলাকায় অবস্থান নেওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আনন্দ মিছিল বের করে।

মৌলভীবাজারে গাড়ি ভাঙচুর, আটক ৩ #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজ্স্ব প্রতিবেদক::
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রকাশের পর মৌলভীবাজার শহরের জয় বাংলা স্লোগান দিয়ে একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে শহরের শমশের নগর সড়কে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় সুমন আহমদ (৩৫), মাসুদুর রহমান (৩০) ও মিল্লাদ হোসেন (২৫) কে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) মহসিন ভূঁইয়া জানান, হঠাৎ কে বা কারা জয় বাংলা স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় তারা একটি বাস ও একটি সিএনজি অটোরিকশা গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, বেগম জিয়ার রায় কে সরকারের সাজানো নাটক উল্লেখ করে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
বিকেল সাড়ে ৩ টার দিকে জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মুক্তাদির রাজুর নেতৃত্বে মিছিলটি শহরের কুসুমবাগ এলাকায় বের হলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...