মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটে ৩ দিনে ৫ খুন



সিলেটে ৩ দিনে ৫ খুন উদ্ধিগ্ন
সচেতন মহল
সিলেটে ৩ দিনে ৫ জন খুন
হয়েছেন। রোববার গোলাপগঞ্জে এক নববধূর
লাশ উদ্ধার করে পুলিশ। একই দিনে সিলেট নগরীরর
খাদিম নগর ইউনিয়নের নিজ ঘর থেকে হেলেন শর্মা
(৫২) নামের এক নারীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে
পুলিশ।
এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) গোলাপগঞ্জে
ক্ষেতের জমি থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ
উদ্ধার করা হয়। একই দিন বিয়ানীবাজারে নিখোঁজের
১৮ ঘন্টা পর উপজেলা পশু হাসপাতাল টিলার পাদদেশ
থেকে এক বৃদ্ধের লাশও উদ্ধার করা হয়।
এছাড়া শুক্রবার(১ সেপ্টেম্বর) গোয়াইনঘাটে
বাড়ীর সীমানা পরিস্কার করা নিয়ে দুটি পরিবারের
সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হন। এই ৫ খুনের ঘটনায়
আইনশৃংঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সিলেটের
সচেতন মহল। তাদের মতে বিগত কয়েক বছর
ঈদের দিন বা এর পরের দিন সিলেট জেলায় এতো
খুনের ঘটনা ঘটেনি।
তাতেই বুঝা যাচ্ছে আইনশৃংঙ্খলার ব্যাপক অবনতি
ঘটেছে। তবে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী
বলছে, আইনশৃংঙ্খলার কোন অবনতি ঘটেনি। এই দুই
দিনে যে খুন বা হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা নিজ
ঘর কিংবা কোন নিরিবিলি স্থানে। আর এ খুন গুলো
বেশির ভাগই পূর্ব শত্রুতার কারণে হয়েছে। তবে
প্রত্যেকটি খুনের ব্যাপারে তদন্ত হচ্ছে ও
অপরাধিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত।
সূত্রে জানা যায়, বিয়ের তিন মাসের মাথায়
গোলাপগঞ্জ উপজেলায় রোববার রাতে শ্বশুরবাড়ির
শয়নকক্ষ থেকে এক নববধূর লাশ উদ্ধার করা হয়। নিহত
পারভীন বেগম (২০) উপজেলার লক্ষ্মীপাশা নিমাদল
গ্রামের হিউম্যান হলার চালক আবদুল কুদ্দুসের স্ত্রী
এবং সদর উপজেলার সাহেব বাজারের চাঁনপুর গ্রামের
মঈন উদ্দিনের মেয়ে। গোলাপগঞ্জ থানার ওসি এ
কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা স্বীকার
করে জানান, রোববার রাতে লক্ষ্মীপাশা নিমাদল গ্রাম
থেকে পারভিনের লাশ উদ্ধার করে পুলিশ।
পারভীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শ্বশুরবাড়ির লোকজন পুলিশ যাওয়ার আগেই লাশ নামিয়ে
ফেলে। তবে সুরতহাল রিপোর্টে নিহতের
শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে
বলেও জানান ওসি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য
নিহতের স্বামী আবদুল কুদ্দুস এবং শাশুড়ি দিলারা
বেগমকে থানায় নেয়া হয়েছে। নিহতের
স্বজনদের দাবি, যৌতুকের ৫০ হাজার টাকা না পেয়ে
শ্বশুরবাড়ির লোকজন পারভিনকে হত্যা করেছে।
তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পারভীন গলায়
ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাকে বাঁচানোর
জন্য ঘরের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় নামান তারা।
অপরদিকে, সিলেট সদর উপজেলার খাদিমনগর
ইউনিয়নে নিজ ঘর থেকে হেলেন শর্মা (৫২)
নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা
করেছে দুর্বৃত্তরা। নিহত নারীর শরীরের বিভিন্ন
স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। জানা গেছে, হেলেন
খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দলিয়া গ্রামের
বাসিন্দা। রবিবার বিকেল পাঁচটার দিকে প্রতিবেশিরা তার ঘর
বন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ সন্ধ্যার পর নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে
। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হেলেন
শর্মার স্বামী কোকিল মনি শর্মা মারা গেছেন। তার
আত্মীয়-স্বজন দেশের বাইরে থাকেন। বিমানবন্দর
থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশ খবর
পেয়ে লাশটি উদ্ধার করে। ওই নারীর শরীরের
বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাঁকে
ছুরিকাঘাতে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সিলেটের গোলাপগঞ্জে ক্ষেতের
জমি থেকে নুরুল আলম (১৮) নামের এক মাদ্রাসা
ছাত্রের লাশ উদ্ধার কওে পুলিশ। শনিবার (২
সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার লক্ষীপাশা
ইউনিয়নের কোনাচর শ্রীবহর এলাকা থেকে এ
লাশটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থী ইউনিয়নের
কোনাচর শ্রীবহর গ্রামের হাজী সুন্দর আলীর
পুত্র ও উপজেলার ফুলবাড়ি আজিরিয়া ফাজিল মাদ্রাসার
শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ
সূত্রে জানা যায়, শনিবার পবিত্র ঈদুল আযহার সালাত আদায়
করে বাড়ী ফেরার পথে মুসল্লিদের নজরে
পড়ে ক্ষেতের জমিতে একটি নিতর দেহ পড়ে
আছে। তাৎক্ষণিক তারা এ বিষয়টি গোলাপগঞ্জ মডেল
থানাকে জানালে একদল পুলিশ লাশ উদ্ধার করে থানায়
নিয়ে আসে। নিহত নুরুল আলমের চোখে ও
মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন)
একে এম ফজলুল হক শিবলি ঘটনার সততা নিশ্চিত করে
জানান, লাশ ময়না তন্দন্তের জন্য সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা
হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও
জানান তিনি। তাছাড়া নিখোঁজ হওয়ার ১৮ ঘন্টা পর বিযানীবাজার
উপজেলা পশু হাসপাতাল টিলার পাদদেশ থেকে এক
বৃদ্ধের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
উদ্ধারকৃত লাশের শরীরে কোন ধরনের
আঘাতের চিহ্ন ছিল না বলে জানিয়েছে বিয়ানীবাজার
থানা পুলিশ। জানা যায়, নিহত তোতা মিয়া (৭৫) নামের ঐ বৃদ্ধ
বিয়ানীবাজার পৌরসভার খাসা দিঘীর পার এলাকার বাসিন্দা। এ
বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত ঐ ব্যক্তিকে গত
শুক্রবার থেকে পাওয়া যাচ্ছিল না। শনিবার পরিবারের
লোকজন খবর পেয়ে পশু হাসপাতালের পাশে পাওয়া
লাশ শনাক্ত করেন। লাশের শরীরে কোন
ধরনের আঘাত চিহ্ন ছিল না। সুরত হাল শেষে লাশ ময়না
তদন্তের জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, গোয়াইনঘাটে বাড়ীর সীমানা পরিস্কার
করা নিয়ে দুটি পরিবারের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত
হয়েছেন। নিহত ব্যক্তির নাম হোসেন আলী (৮০),
তিনি ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের
মৃত মাহমুদ আলীর ছেলে। পুলিশ এবং এলাকাবাসী
সূত্রে জানা যায়, শুক্রবার পশ্চিম জাফলং ইউনিয়নের
ভাদেশ্বর গ্রামে সকাল ৬টার দিকে বাড়ীর নিজস্ব
রাস্তায় ঘাস পরিস্কার করছিলেন নিহত হোসেন
আলী। এসময় পার্শ্ববর্তী বাড়ীর তমছির আলীর
ছেলে হরমুজ আলী গংরা এসে উক্ত রাস্তা তাদের
নিজস্ব দাবী করে তাকে উক্ত রাস্তায় ঘাস পরিস্কার
সহ কোন ধরণের কাজ না করতে নির্দেশ দেয়।
এসময় নিহত হোসেন আলী উক্ত জায়গা তার নিজের
দাবী করে ঘাস পরিস্কারকরণ সহ রাস্তাটি সংস্কার কাজ
চালিয়ে যাচ্ছিলেন।
এমতাবস্থায়, তমছির আলীর ছেলে হরমুজ আলী
পরতিং, আকবর আলী, মেয়ে হালিমা বেগম, আকবর
আলীর স্ত্রী সখিনা বেগম, পরতিং-এর স্ত্রী ও ২নং
পশ্চিম জাফলং ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত
মহিলা সদস্যা মেহেরজান বেগম সহ বিবাদীরা বৃদ্ধ
হোসেন আলীকে মারপিট করে আহত করে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোয়াইনঘাট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর
পেয়ে গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার
এসআই বদিউজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল
পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী
করেন এবং ময়না তদন্তের জন্য লাশ সিওমেক
হাসপাতালের মর্গে প্রেরণ করেন। গ্রামবাসীর
সহায়তায় পুলিশ এসময় তমছির আলীর ছেলে হরমুজ
আলী পরতিং, আকবর আলী, মেয়ে হালিমা বেগম,
আকবর আলীর স্ত্রী সখিনা বেগম, পরতিং-এর
স্ত্রী ও ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ১, ২ ও ৩নং
ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মেহেরজান বেগম
সহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায়
গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা
হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ
সুপার ( মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, প্রত্যেকটি খুনের
ব্যাপারে তদন্ত হচ্ছে। আর খুনের কারণ সনাক্ত ও
অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত
আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...