রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে মানবাধিকার কমিশন’র মানববন্ধন

রোহিঙ্গা মুসলমানদের হত্যার
প্রতিবাদে মানবাধিকার কমিশন’র
মানববন্ধন
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও অমানবিক
নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন
সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন
কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা শাখার নির্বাহী সভাপতি তপন মিত্রের
সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক
রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা
পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. জেড. রওশন
জেবীন রুবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়
পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন খালেদ,
যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মো. কায়ছার চৌধুরী,
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি
গুপ্ত, জেলা আওয়ামীলীগ নেতা সুদ্বীপ দে,
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.
নাজরানা ফেরদৌসী, সূর্যের হাসি ক্লিনিকের চিকিৎসক
শেপি বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ
মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি
সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ফারুক আহমদ শিমূল,
মহানগর শাখার সভাপতি তাহনিম আহমদ তাকু, নির্বাহী সভাপতি
আব্দুল মন্নান, জেলার সিনিয়র সহ সভাপতি হুসাইন আহমদ,
মহানগরের সহ সভাপতি সুহেল আহমদ চৌধুরী, শাহাব
উদ্দিন, গুলজার আহমদ, আকরার বখত মজুমদার, জেলার
সহ সভাপতি খুররম আহমদ চৌধুরী, আব্দুল আজিজ,
আজিজুর রহমান, ডা. নজরুল ইসলাম ফারুকী, আতাউর
রহমান আতাই, আব্দুল করিম চৌধুরী, মহানগরের যুগ্ম
সম্পাদক সাজন আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক মিয়া
মোহাম্মদ রুস্তম মাসুদ, জহিরুল ইসলাম, জেলার সাংগঠনিক
সম্পাদক শাকিল আহমদ, সুফিয়ান আহমদ, মনসুর আহমদ
শিকদার, মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক আবুল বশর সাকু,
কামরান আহমদ তালুকদার, মাহবুব খান, দিলিপ দে, ধনঞ্জয়
দাস ধনু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল মিয়া,
শফিকুল ইসলাম, জেলার সহ সাংগঠনিক সম্পাদক শান্ত
সারথী দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোটারিয়ান আব্দুল
কাইয়ূম, আন্তর্জাতিক সম্পাদক রিপন আহমদ, মহানগরের
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, কার্যনির্বাহী
সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, সৈয়দ হারুনুর রশিদ, শিপন আহমদ,
বুরহান উদ্দিন রিপন, আব্দুল মুকিত, জুমেল আহমদ,
আব্দুল্লাহ মুনিম মামুন, নজির আহমদ অপু, আহমেদ
মাহবুব, আব্দুল মুহিত, জেলার সদস্য আনোয়ার
হোসেন, হাবিবুর রহমান খোকন, আশফাক আহমদ।
তাছাড়াও বক্তব্য রাখেন ধ্র“বতারা সিলেট জেলার
সভাপতি সাদিকুর রহমান, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের
সভানেত্রী জান্নাতুল রেশমা, উইল পাওয়ার এর সদস্য
সুজন আহমদ, সচেতন যুব সমাজ সিলেটের সাধারণ
সম্পাদক কামাল হোসেন নাজিম, হিউম্যানিটি সোস্যাল
অর্গানাইজেশনের জহিরুল ইসলাম জহির, মরহুমা রাহেলা
বেগম মানব কল্যাণ সংস্থার আহমেদ রিয়াজ শুভ,
স্বার্থহীন সমাজকল্যাণ সংস্থার বাবুল আহমদ সহ বিভিন্ন
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য
রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে সুচি
সরকারের সেনাবাহিনী ও তার লেলিয়ে দেওয়া
সন্ত্রাসী কর্তৃক নিরীহ মুসলিম সম্প্রদায়ের উপর
ইতিহাসের জঘন্যতম হত্যা, নির্যাতন, নিপীড়ন ও ঘর বাড়ি
জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে যা সম্পূর্ণ
রুপে মানবতাবিরোধী। বক্তারা আরো বলেন,
শান্তিতে নোবেল পাওয়া অং সান সুচি মুসলমানদের
উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। এই রাষ্ট্রীয়
সন্ত্রাস বন্ধ না করলে মায়ানমারের উপর অবরোধ
আরোপের জানাচ্ছি। রোহিঙ্গা মুসলমানদের উপর
হামলা চালিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর এক
গভীর ষড়যন্ত্র। বক্তারা অবিলম্বে মিয়ানমারের এ
নৃশংস গনহত্যা বন্ধে জরুরী ভিত্তিতে চাপ দিতে ও
মানবতাবিরোধী অপরাধে হত্যা ও নির্যাতনের দায়ে
সুচির শান্তি নোবেল ফিরিয়ে নেওয়ার জন্য বিশ্ব
নেতাদের প্রতি আহবান জানান। বক্তারা বাংলাদেশ
সরকারকে মায়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগ করার
আহ্বান জানান। তাতেও যদি হত্যা নির্যাতন বন্ধ না হয়
তাহলে মায়ানমার সরকারের সাথে সকল প্রকার সম্পর্ক
ছিন্ন করার আহ্বান জানান। #আলোকচিত্রে :
মুছলিম আলী

1 টি মন্তব্য:

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...