শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা গণহত্যা: প্রতিবাদে বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসীর মানববন্ধন #আলোকচিত্রী :মুছলিম আলী

রোহিঙ্গা গণহত্যা: প্রতিবাদে বৃহত্তর শাহী
ঈদগাহ এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম
গণহত্যা
ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
কর্মসুচি পালন করে বৃহত্তর শাহী ঈদগাহ
এলাকাবাসী।
শনিবার বাদ জোহর নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে
আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহী
ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের
মোতওয়াল্লী আকবর হোসেন সেলিম।
আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ
সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাংবাদিক আব্দুল
মালিক জাকা, এমদাদ হোসেন চৌধুরী, ফজলুল হক,
ফারুক আহমদ, হাজি আব্দুল মতিন শায়েস্তা,
আলতাব মিয়া, পুতুল মিয়া, মতছির আলী, নজমুল
ইসলাম এহিয়া, মাশরুক আহমদ মাসুক, হাজি এনামুল
হক, আমীনুর রহমান খোকন, মাওলানা মুফতি রশীদ
আহমদ, মাওলানা হাফিজ শরিফ উদ্দিন, মাওলানা
হাফিজ আকমল হোসেন, হাজি মানিক মিয়া, একে
আজাদ চৌধুরী মুকুল, আব্দুল মতিন মতু মিয়া, রুবেল
আহমদ, সাকের আহমদ, আব্দুল কাইয়ুম মোশাহীদ,
আলতা মিয়া, মিল্লাত আহমদ প্রমুখ।
মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন শাহী
ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের ইমাম
মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...