মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদরাসার ছাত্র সংসদের মানববন্ধন। #আলোকচিত্রী :মুছলিম আলী

জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল
মাদরাসার ছাত্র সংসদের মানববন্ধন। #আলোকচিত্রী :মুছলিম
আলী
নিজস্ব প্রতিবেদক :রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ বন্ধের
দাবিতে
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর
২০১৭: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা,
অগ্নিসংযোগ, নারী ও শিশুদের ধর্ষণ, লুটপাট ও
সীমান্তে মাইন স্থাপন বন্ধের দাবিতে জামেয়া রাহমানিয়া
তায়িদুল ইসলাম কামিল মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে
অধ্যক্ষ মাওলানা শামদ্দোহার সভাপতিত্বে ও মাওলানা আব্দুস
শাকুরের পরিচালনায় উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন
করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ থেকে
সাড়ে ১২টা সিলেট -সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি পূর্ব
পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন- মিয়ানমারে রোহিঙ্গাদের
ওপর গণহত্যা বন্ধ করতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধ
করে জাতিসংঘের জোরালো পদক্ষেপ গ্রহণেরও দাবি
জানান বক্তারা। একইসঙ্গে রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা
দিয়ে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিও
তোলা হয়। মানব বন্ধনে মাদরাসার বিপুল সংখ্যাক শিক্ষার্থী
ছাড়া স্থানয়ি শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার
মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা
শামদ্দোহার সভাপতিত্বে ও মাওলানা আব্দুস শাকুরের
পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদরাসার
মোহাদ্দিস ডক্টর দাউদ আহমদ।
মানববন্ধনে দোয়া পরিচালনা করেন জামেয়া রাহমানিয়া
তায়িদুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামদ্দোহা।

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন অনতিবিলম্বে বন্ধের দাবি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনের মানববন্ধন। #আলোকচিত্রী :মুছলিম আলী


মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন অনতিবিলম্বে
বন্ধের দাবি
ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনের মানববন্ধন।
#আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর
২০১৭: সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সম্মুখে
মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে ও
সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠা করার আহবানে সোমবার (১৮
সেপ্টেম্বর) ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের
সমন্বয় কমিটি সিলেটের উদ্যোগে এক মানববন্ধন
কর্মসূচি পালিত হয়।
বিকাল ৩টা থেকে মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন
ধর্মীয় সংখ্যালঘু সংগঠন, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠা সমূহ নিজ
নিজ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছে। সমন্বয়
সংগঠনের সিলেট মহানগর আহবায়ক অ্যাডভোকেট
মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সদস্য সচিব
প্রদীপ কুমার দেব এর পরিচালনায় মানববন্ধন চলাকালীন
প্রতিবাদে সংহতি জানিয়ে বক্তারা বলেন- মায়ানমারের যে
অমানবিক হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ রোহিঙ্গাদের উপর
চালানো হচ্ছে তা বিশ্বের কোন বিবেকবান মানুষ সহ্য
করতে পারবে না।
তারা বলেন- মায়ানমারের নোবেল বিজয়ী অংসান সুচি ও
সামরিক বাহিনী যেভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে
অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তা বিশ্ব
নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেয়া প্রয়োজন।
বক্তারা এই অমানবিক নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন-
মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সরকার ও
বিবেকবান মানুষ আজ লক্ষ লক্ষ রোহিঙ্গাদের পাশে
দাঁড়িয়েছে। এদের পাশে দাঁড়াতে বাংলাদেশের সকল
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বদের সংগঠনকে এগিয়ে
আসতে হবে। তারা মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে
জাতিসংঘসহ বিশ্ব নেতৃত্বকে অবিলম্বে জোরালো
পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
সংহতি জানান- বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা
শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, বাংলাদেশ
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার
সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য,
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল,
সংখ্যালঘু সংগঠন সমূহের সমন্বয় কমিটি সিলেট জেলা
আহবায়ক বৌদ্ধ নেতা রামেন্দ্র বড়ুয়া, সদস্য সচিব
এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, রাজনীতিবিদ তপন মিত্র,
খ্রীষ্টান নেতা দানিশ সাংমা, ডিকন নিঝুম সাংমা, বৌদ্ধ সমিতির
উৎপল বড়ুয়া, পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা সাধারণ
সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, মহানগর শাখার ভারপ্রাপ্ত
সভাপতি রজত কান্তি গুপ্ত, ঐক্য পরিষদের কেন্দ্রীয়
সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য
কৃপেশ পাল।
সংহতি জানান মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ,
মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি, প্রকৌশলী মনজ বিকাশ
দেব রায়, জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, এডভোকেট
রঞ্জন ঘোষ, বীরেন্দ্র সূত্রধর, নীরেশ দাস,
খোকন পাল, দেবর্শি শ্রীবাস দাস, জলদ্বীপ রঞ্জন
চৌধুরী, এপেক্সিয়ান চন্দন দাস, অ্যাডভোকেট বিপ্র দাস
ভট্টাচার্য্য, সুবিনয় মল্লিক, রথীন্দ্র দাস ভক্ত, রকি দেব,
যিশু ভট্টাচার্য্য, সঞ্জয় চক্রবর্তী, ভানুলাল দাস, সঞ্জয়
কুমার নাথ, মনমোহন দেবনাথ, জয়ন্ত আচার্য্য, নিরুপম
চক্রবর্তী শুভ্র, নিলেন্দু দে অনুপ, শংকর চন্দ্র দাস
শঙ্কু, রাজু গোয়ালা, নন্দন পাল, জি.ডি রুমু।
মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইসকন সিলেট,
নিম্বার্ক আশ্রম জগ্ধবন্ধু সুন্দর ধাম, বৌদ্ধ সমিতি, খ্রিস্টান
মিশন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, হরিভক্তি
প্রচারণী সভা, সিলেট বিবেক, মহালয়া উদ্যাপন পরিষদ, হিন্দু
সমাজ সংস্থা সমিতি, বিবেকানন্দ চর্চা পর্ষদ, কাজলশাহ
সার্বজনীন পূজা কমিটি, সিলেট সদর উপজেলা পূজা
উদ্যাপন পরিষদ সহ প্রায় ২০টি সংগঠন।

সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

গাঁজাসহ দক্ষিণ সুরমা থেকে যুবক আটক #আলোকচিত্রী মুছলিম আলী


গাঁজাসহ দক্ষিণ
সুরমা থেকে যুবক
আটক #আলোকচিত্রী মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরের
ভার্থখলা এলাকা থেকে ৭০০ গ্রাম
গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত আয়াত আলী (২৬) বিশ্বনাথ
উপজেলার হরিকলস গ্রামের মৃত লাল
মিয়ার ছেলে ।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে দক্ষিণ
সুরমার ভার্থখলা কিন ব্রিজ সংলগ্ন সুইপার
কলোনির পার্শ্বে শফিক মিয়ার কলোনির
পিছন থেকে আটক করা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন,
মহানগর ডিবি পুলিশের এসআই ভূপেন্দ্র
চন্দ্র বর্মণ এর নেতৃত্বে ডিবি পুলিশের
একটি টিম এ অভিযান চালায়।
অভিযানকালে প্রাথমিক অনুসন্ধানে
জানা যায় ধৃত ব্যক্তি তার বসতঘরকে মাদক
মজুদ রাখার স্থান হিসেবে ব্যবহার করে
সিলেট শহরের বিভিন্ন মাদকসেবীদের
নিকট খুচরা মূল্যে মাদক সরবরাহ করতো।
আয়াত আলী ইতিপূর্বে আরও ২/৩ বার মাদক
মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ
করেছে।
এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ বাদী হয়ে আটক
ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায়
এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা রুজু হয়েছে।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

সু চির শেষ সুযোগ, নইলে পরিস্থিতি ভয়ংকর: জাতিসংঘ

সু চির শেষ সুযোগ, নইলে পরিস্থিতি
ভয়ংকর: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক:: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা
মুসলিম শরণার্থীদের ওপর সেনাবাহিনীর নির্যাতন
বন্ধের জন্য অং সান সু চিকে শেষ সুযোগ
দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে গুতেরেস বলেন, সু চি
এখনই যদি ব্যবস্থা না নেন, তাহলে পরিস্থিতি ভয়াবহ
হবে।
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের জাতিগত নিধন করা
হচ্ছে বলে আগেই সর্তক করেছে জাতিসংঘ।
কিন্তু মিয়ানমার বলছে, তারা গত মাসের ২৫ তারিখে পুলিশ
ছাউনি এবং সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার পাল্টা জবাব
হিসেবে এই অভিযান চালাচ্ছে। সাধারণ মানুষের ওপর
কোনো ধরনের হামলা চালানো হচ্ছে না।
জাতিসংঘের চলতি সপ্তাহের সাধারণ পরিষদের
অধিবেশনকে সামনে রেখে বিবিসি অ্যান্তেনিও
গুতেরেসের সাক্ষাৎকার নিয়েছে। সাক্ষাৎকারে
গুতেরেস বলেন, মঙ্গলবার রোহিঙ্গা ইস্যুতে
জাতির উদ্দেশে ভাষণ দেবেন সু চি। এটাই তার জন্য
রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ঘোষণার শেষ
সময়।
তিনি আরও বলেন, সু চি যদি এখনও পরিস্থিতি
বিপরীতমুখী না করে, তাহলে আমি মনে করি
ট্রাজেডি একেবারে ভয়ঙ্কর হবে, এবং দুর্ভাগ্যবশত
আমি দেখতে পাচ্ছি না কিভাবে ভবিষ্যতে এই পরিস্থিতি
বিপরীতমুখী হতে পারে।
জাতিসংঘ মহাসচিব পুনরায় বলেন, রোহিঙ্গাদের বাড়ি
ফেরার অনুমতি দেয়া উচিত।
গুতেরেস আরও বলেন, এটা স্পষ্ট যে, মিয়ানমারে
সেনাবাহিনী এখনও আপার হ্যান্ড। রাখাইনে যা ঘটছে
তা করছে সেনাবাহিনী চাপ দিচ্ছে বলেও মন্তব্য
করেন তিনি।
শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি অনেকদিন
মিয়ামারের (বার্মা) সামরিক জান্তা সরকারের অধীনে
গৃহবন্দি ছিলেন। বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি সামাল
দিতে না পারার কারণে তিনি বিশ্বব্যাপী সমালোচিত
হচ্ছেন।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের
অধিবেশনেও যোগ দিচ্ছেন না সু চি। সু চি বলছেন,
রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাচন চালানো হচ্ছে
না। কিছু গণমাধ্যম মিথ্যা সংবাদ ছাপিয়ে বরং সন্ত্রাসীদের
সমর্থন দিচ্ছে।
প্রসঙ্গত, রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার
কারণে ইতোমধ্যে নতুন করে ৪ লাখ রোহিঙ্গা
বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু বাংলাদেশ
রোহিঙ্গাদের প্রবেশ সীমিত করার ঘোষণা
দেয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,
নির্ধারিত এলাকার বাহিরে রোহিঙ্গারা চলাফেরা করতে
পারবে না। এজন্য পরিবহণ চালকদের রোহিঙ্গাদের
বহন না করার নির্দেশ দেয়া হয়েছে। #মুছলিম আলী

রাখাইনে সহিংসতায় ১০ হাজার রোহিঙ্গা নিহত!

রাখাইনে সহিংসতায় ১০ হাজার
রোহিঙ্গা নিহত!
কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ
গেছে ৫ থেকে ১০ হাজার রোহিঙ্গার। এমন দাবি,
যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের সদস্য নাজির
আহমেদের। প্রায় একই কথা বলছেন, রোহিঙ্গা নেতা
তুন
কিন। তিনি জানান, মিয়ানমার সেনাবাহিনীর হাতে যে ৫ হাজার
রোহিঙ্গা নিহত হয়েছে, এটি নিশ্চিত। জ্বালিয়ে দেয়া
হয়েছে, ৩০ হাজার ঘরবাড়ি। এছাড়া বন-জঙ্গলে পালিয়ে
থেকে ক্ষুধা-তৃষ্ণায় মরছেন অনেকে। গণমাধ্যমে
দেয়া
সাক্ষাতকারে তারা এ অভিমত ব্যক্ত করেছেন।

‘মিয়ানমারের গণহত্যা বন্ধে জাতিসংঘকে কঠোর পদক্ষেপ নিতে হবে’ #আলোকচিত্রী :মুছলিম আলী

‘মিয়ানমারের গণহত্যা বন্ধে জাতিসংঘকে
কঠোর পদক্ষেপ নিতে হবে’
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে নগরীর
গোয়াবাড়ী এলাকাবাসী ও আল-মাদানী পরিষদ সিলেট-এর
উদ্যোগে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা
বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক
সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রহমানীয়া
প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও
আল-মাদানী পরিষদ সিলেট-এর প্রধান উপদেষ্ট আতাউর
রহমান খান শামছু বলেন মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের
উপর সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষু কর্তৃক অমানবিক নির্যাতন
বন্ধে জাতিসংঘকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন- মানুষের বিপদে মানুষকেই পাশে
এসে দাঁড়াতে হয়, তা না হলে মানবতার মূল্য কোথায়?
লক্ষ লক্ষ অসহায় নরনারী, শিশুরা মিয়ানমারের সামরিক জান্তার
অত্যাচারে ঘর ছাড়া, বিপন্ন মানুষগুলোর নিজের দেশে
থাকার অধিকারটুকুও হারিয়েছে।
তিনি আরও বলেন- রোহিঙ্গাদের উপর চলমান এই নির্মম
গণহত্যা বন্ধে এগিয়ে আসতে হবে সারা পৃথিবীর
বিবেকবান মানুষকে। বিপন্ন মানুষগুলোকে ঘর ফিরিয়ে
দেয়ার দায় পুরো পৃথিবীর মানুষের। মানবতার এই সংকটে
চুপ করে থাকাটাই অপরাধ। রোহিঙ্গা গণহত্যা বন্ধে দল-মত
নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের তরুণ সমাজকে
কাজ করতে হবে এবং বার্মিজ পণ্য বর্জন করার আহবান
জানান।
আল-মাদানী পরিষদ সিলেট-এর সভাপতি কতুব উদ্দিন শহিদির
সভাপতিত্ব ও সিনিয়র সহ সভাপতি হানিফুজ্জামান জসিমের
পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের
উপদেষ্টা ও জামিয়া গোয়াবাড়ী মাদরাসার মোহতামীম
মাওলানা ওয়ালী উল্লাহ আল-মাহমুদী, রহমানীয়া
প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক আব্দুর
রাজ্জাক রাজন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
পরিষদের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আদুল মোমিন
জুবের, সাংগঠনিক সম্পাদক আল আমিন আহমেদ (নাঈম),
সেচ্ছাসেবক দল নেতা আসুক আহমদ, মাহানগর
ছাত্রদলের নির্বাহী সদস্য আরমান হোসেন, সহ
সাংগঠনিক সম্পাদক সামিন আহমদ, অর্থ সম্পাদক মুজাহিদ আহমদ
জুনেদ, সহ প্রচার সম্পাদক হাফিজ ইসমাইল আহমদ, নাঈম
আহমত, মফিজ আহমদ, ফায়েক, মেহেদী, রবিন, আদর
আহমদ, মামুন, রাজু, জাকারিয়া, অফিস সম্পাদক মাছুম আহমদ, ইমন
আহমদ, গফুর আহমদ, শাহিন আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার
সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে
উপস্থিত ছিলেন। 

মদন মোহন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল #আলোকচিত্রী :মুছলিম আলী



মদন মোহন কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটিশ মিডিয়ায়
মাদার অব হিউম্যানিটি আখ্যায়িত করায় মদন মোহন কলেজ
ছাত্রলীগের উদ্যোগে রোববার দুপুরে কলেজ
ক্যাম্পাসে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে লামাবাজার
থেকে রিকাবীবাজার রোড প্রদক্ষিণ করে কলেজ
শহীদ মিনারে এক সমাবেশে মিলিত হয়।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মহানগর
ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক মো. আমির
হোসেন, সাবেক বিভাগীয় উপ সম্পাদক শহিক আকিব
অপু, সিলেট মহানগর ও মদন মোহন কলেজ ছাত্রলীগ
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম সুমন,
নজরুল ইসলাম, রাজেশ সরকার, সত্যজিত দাস, হোসেন
আহমদ রাসেল, ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সুমন দাস, ১৩নং
ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকি দেব, বিধান কৃষ্ণ
রায়, আব্দুল করিম সুমন, মাসুম হোসেইন, দেবাশিষ
তালুকদার, মহি উদ্দিন রাসেল, রুম্মান আহমদ, মিফতাউল
হোসেন লিমন, ডালিম হোসেন, সুপ্রিয় পাল রূপম,
রেজাউল কবির সৌরভ, লোকমান আহমদ, সালমান আহমদ
ফাহাদ, ইমরান আহমদ, নাহিদ আহমদ, নুরুল ইসলাম, মনির আজাদ
মুন্না, মো. তানভীর আহমদ, আবু হামজা আফজল, শুভ
তরাৎ, মাকসুদুর রহমান নাঈম, আরিফ আরমান জিসান, জাবের
আহমদ শান্ত, বদরুল ইসলাম, অন্তু রায়, সৈয়দ তাহের আহমদ,
মুহিবুর রহমান মুহিব, জাবেদ আহমদ, লাবিব চৌধুরী, সাজ্জাদুর
রহমান অভি, জুবায়ের আহমদ, আকাশ দেবনাথ, কবির আহমদ
সাজু, বিশাল দে উৎস, মাহবুবুর রহমান রাসেল, অনিক সরকার,
ফয়সল আহমদ, আব্দুস সালাম, আব্দুল ওয়াহিদ মাহি, মাহমুদুল
হাসান মুন্না, রাহাত তরফদার মুন্না, মান্না আহমদ, মো. মাসুম,
রাহাত মুন্না, মো. শিহাব, তুহিন আহমদ, শাওন চক্রবর্তী,
সাইফুল ইসলাম, নাঈম আহমদ চৌধুরী, রিন্ত পুরকায়স্থ, হিমেল
দাস, অভিষেক চক্রবর্তী, জয়ঘোষ, সায়রা বেগম, তৃষা
আক্তার, পাপিয়া আক্তার, মোহনা সেনাপতি প্রমুখ।

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা গণহত্যা: প্রতিবাদে বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসীর মানববন্ধন #আলোকচিত্রী :মুছলিম আলী

রোহিঙ্গা গণহত্যা: প্রতিবাদে বৃহত্তর শাহী
ঈদগাহ এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম
গণহত্যা
ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
কর্মসুচি পালন করে বৃহত্তর শাহী ঈদগাহ
এলাকাবাসী।
শনিবার বাদ জোহর নগরীর শাহী ঈদগাহ পয়েন্টে
আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শাহী
ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের
মোতওয়াল্লী আকবর হোসেন সেলিম।
আমিনুর রহমান পাপ্পুর পরিচালনায় অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ
সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাংবাদিক আব্দুল
মালিক জাকা, এমদাদ হোসেন চৌধুরী, ফজলুল হক,
ফারুক আহমদ, হাজি আব্দুল মতিন শায়েস্তা,
আলতাব মিয়া, পুতুল মিয়া, মতছির আলী, নজমুল
ইসলাম এহিয়া, মাশরুক আহমদ মাসুক, হাজি এনামুল
হক, আমীনুর রহমান খোকন, মাওলানা মুফতি রশীদ
আহমদ, মাওলানা হাফিজ শরিফ উদ্দিন, মাওলানা
হাফিজ আকমল হোসেন, হাজি মানিক মিয়া, একে
আজাদ চৌধুরী মুকুল, আব্দুল মতিন মতু মিয়া, রুবেল
আহমদ, সাকের আহমদ, আব্দুল কাইয়ুম মোশাহীদ,
আলতা মিয়া, মিল্লাত আহমদ প্রমুখ।
মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন শাহী
ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের ইমাম
মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী। 

ছাত্রলীগ কর্মী মাসুম হত্যা মামলার এজহারনামীয় আসামী গ্রেফতার #আলোকচিত্রী :মুছলিম আলী

ছাত্রলীগ কর্মী
মাসুম হত্যা মামলার
এজহারনামীয় আসামী
গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : আভ্যন্তরীণ বিরোধের জের ধরে
খুন হওয়া ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুম
হত্যার ঘটনার মামলায় এক জনকে গ্রেফতার করা
হয়েছে।
নিহতের মা আতিয়া বেগম নিজে বাদী হয়ে
বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) মধ্যরাতে
শাহপরান থানায় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ২২
জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
আজ ১৬ই সেপ্টেম্বর শনিবার রাত আনুুমানিক ১.৩০
মিনিটের সময় শাহপরান থানার সেকেন্ড অফিসার
এস.আই জয়ন্ত কুমার দেব ,মামলার তদন্তকারী
কর্মকর্তা এসআই মামুন সহ সঙ্গীয় ফোর্স
গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা
করে,কোতোয়ালী থানাধীন নগরীর
চালিবন্দর এলাকা থেকে মাসুম হত্যার এজহার
নামীয় ১০ নং আসামী জুয়েল আহমদ (১৯) কে
গ্রেফতার করতে সক্ষম হন।
প্রসঙ্গত, বুধবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে
শিবগঞ্জের লামাপাড়া এলাকায় জাকারিয়া মো.
মাসুমকে ছুরিকাঘাত করা হয়। পেশায় ব্যবসায়ী
মাসুম ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। এমসি
কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরা
মাসুমকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ
করেছে তার পরিবার। বিকেলে ওসমানী
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান।

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা মুসলিমদের প্রতি ফোটা রক্তের দাম খুনী সুচিকে দিতে হবে সিলেট মহানগর হেফাজত #আলোকচিত্রী :মুছলিম আলী

রোহিঙ্গা মুসলিমদের প্রতি ফোটা
রক্তের দাম খুনী সুচিকে দিতে হবে
সিলেট মহানগর হেফাজত

নিজস্ব প্রতিবেদক :শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ
শফী ঘোষিত মিয়ানমার রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম
গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদ
জুম্মা হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার
উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে
মসজিদের সামন থেকে বের হয়ে নগরীর প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি পয়েন্টে
এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- সংকট নিরসনে বাংলাদেশ
সরকারকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের
শরণার্থী মর্যাদা দিতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের সকল
মুসলিমদেশ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার
করে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন করতে হবে। বক্তারা
বলেন, মুসলিম রোহিঙ্গাদের রক্ত নিয়ে হুলিখেলা
বিশ্বের মুসলিম আর সহ্য করবে না। রোহিঙ্গা
মুসলিমদের প্রতি ফোটা রক্তের দাম মিয়ানমারের খুনি
সরকার অং সান সুচি এবং জাতিসংঘকে দিতে হবে।
হেফাজত নেতৃবৃন্দ বলেন- মিয়ানমারে মুসলিম গণহত্যা
অবিলম্বে বন্ধ করতে হবে। এই অমানবিক গণহত্যা
প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা এখন সময়ের
দাবি। মিয়ানমারের নিরীহ মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য
দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান এবং
প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাশে গিয়ে তাদের অবস্থা
দেখে আসায় ও তাদের আশ্রয় নিরাপত্তায় সহযোগিতা
ঘোষণা করায় ধন্যবাদ জানান।
মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ
খানের সভাপতিত্বে প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন
ও উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র
আরিফুল হক চৌধুরী, এডভোকেট মাওলানা আব্দুর রকীব,
মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খলিলুর রহমান,
মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আতাউর রহমান
কোম্পানীগঞ্জী, মাওলানা খায়রুল হোসেন, হাফিজ
মাওলানা আহমদ সগীর, গাজী রহমত উল্লাহ, মাওলানা পীর
আব্দুল জব্বার, আলহাজ¦ মাওলানা এমরান আলম, মাওলানা
ফখরুজ্জামান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সদরুল আমীন,
মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আমীন রাজু, হাফিজ
মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা রুহুল
আমীন নগরী, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা সানা উল্লাহ,
মাওলানা মোহাম্মদ আলী, হাফিজ কবির আহমদ, মাওলানা
সাইফুর রহমান, হাফিজ সাব্বির আহমদ রাজী, মাওলানা মাহবুবুল
হক, মাওলানা আরিফুল হক ইদ্রিস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা
রওনক আহমদ, মাওলানা রেজুওয়ান আহমদ, মাওলানা আব্দুর
রহমান, প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, মাওলানা রফিক বিন সিকান্দার
প্রমুখ। #আলোকচিত্রী :মুছলিম আলী

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

journalist muslim ali


রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবীতে সুন্নী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মানববন্ধন #আলোকচিত্রী:মুছলিম আলী

রোহিঙ্গা গণহত্যা বন্ধের
দাবীতে সুন্নী সমাজ কল্যাণ
যুব সংঘের উদ্যোগে
মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা গণহত্যা বন্দের
দাবীতে ওসমানীনগর উপজেলার তের মাইল এলাকায়
মানববন্ধন করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে স্থানীয়
সুন্নী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে এই মানববন্ধন
কর্মসূচী পালিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ ধলা মিয়ার সভাপতিত্বে
জাহাঙ্গির আলম ও খালেদ খানের যৌথ পরিচালনায় অনুষ্টানে
বক্তরা বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর
বর্বরোচিত নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ
জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি কূটনৈতিক তৎপরতা আরো
জোরদার ও প্রয়োজনে সাময়িক হস্তক্ষেপ করার দাবি
জানান। জাতিসংঘ ও ওআইসি কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান
জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উসমানপুর
ইউপির ১নং ওয়ার্ড মেম্বার সিরাজ উদ্দিন আনহার, ২নং ওয়ার্ডের
সাবেক মেম্বার মজম্মিল আলী, দয়ামীর ইউপির ৪নং
ওয়ার্ডের মেম্বার জালালুদ্দীন সামী, লন্ডন প্রবাসী
হাজী আরু মিয়া, মকদ্দুছ ছানী, সুন্নী সমাজ কল্যাণ সংস্থার
উপদেষ্টা ইমাম ও খতিব আতাউর রহমান নিজামী, সংঘটনের
সেক্রেটারী মো. আখতার মিয়া, ওসমানীনগর
তালামীযের সভাপতি সালেহ আহমদ, ব্রাম্মণশাষণ সরকারী
প্রা: বিদ্যা: শিক্ষক সুজিত, লন্ডন প্রবাসী সিরাজ মিয়া, হাজী
আব্দুন নূর, মুরব্বী আইয়ুব আলী, শিবলু আহমেদ, মো.
জাহাঙ্গীর মিয়া, জুনেদ আলী, সিরাজ মিয়া, মো. ইব্রাহিম,
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. খালেদ
খান, ওসমানপুর ইউপি মেম্বার মো. আশিক, মো. মোশাহিদ,
মো. টিপু, শিব্বির আহমেদ, সামাদ আহমেদ, আবু তাহের
এমরান, সালেহ আহমেদ, জায়েদ আহমেদ, রাজু আহমেদ,
জাবেদ আহমেদ, মাহবুবুর রহমান প্রমখ।
মানববন্ধন শেষে দোয়া পরিচালনা করেন সুন্নী সমাজ
কল্যাণ সংস্থার উপদেষ্টা ইমাম ও খতিব আতাউর রহমান নিজামীর
দোয়ার মাধ্যমে মানববন্ধন শেষ হয়। #আলোকচিত্রী:মুছলিম আলী

ফাহিম রহমানের মুক্তির দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ #আলোকচিত্রী :মুছলিম আলী

ফাহিম রহমানের মুক্তির দাবিতে সিলেটে
ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-
সাংগঠনিক
সম্পাদক ফাহিম রহমান মৌসুমকে গ্রেফতারের প্রতিবাদে
এবং অবিলম্বে তার মুক্তির দাবিতে বুধবার দুপুরে সিলেট
নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী
ছাত্রদল। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার
থেকে শুরু করে চৌহাট্টা হয়ে দরগাহ গেইট পয়েন্টে
গিয়ে সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক
সহসভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, ‘বর্তমান
স্বৈরাচারী সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী মতাবলম্বী
নেতাকর্মীদের হয়রানি, গ্রেফতার ও নির্যাতন করে
ক্ষমতায় টিকে থাকতে চায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্রজনতা সোচ্চার হচ্ছে।
সুতরাং জনরোষ থেকে বাঁচার কোন উপায় বর্তমান
সরকারের নেই।’ তিনি অবিলম্বে ছাত্রদল নেতা ফাহিম
রহমান মৌসুমের মুক্তি দাবি করেন।
সভায় বক্তারা রোহিঙ্গাদের জন্য পাঠানো বিএনপির ২২টি
ত্রাণবাহী ট্রাক আটকে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ
জানান। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক
মোহাম্মদ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল
পরবর্তী সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির
সদস্য ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক
সিরাজুল ইসলাম সিরাজ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক
দেলোয়ার হোসেন চৌধুরী।
এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবের আহমদ,
সিনিয়র সহসভাপতি শেখ শামসুদ্দিন শামসুল ও শাহ খুররম ডিগ্রি
কলেজ ছাত্রদলের সভাপতি এস.কে শাহীনের যৌথ
পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সভায় উপস্থিত ছিলেন মহানগর
ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন,
মহানগর ছাত্রদল নেতা হামিদ হোসেন আকাশ, মহানগর
জাসাসের সহ সভাপতি প্রভাষক মাকসুদ আলম, সিলেট ল’
কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, এমসি কলেজ
ছাত্রদলের সভাপতি আশরাফ উদ্দিন রাজীব, জেলা ছাত্রদল
নেতা সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের
সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, সরকারী
কলেজ ছাত্রদলের সভাপতি এস এম ফখরুল ইসলাম, জেলা
ছাত্রদলের সদস্য জাকির হোসেন, মহানগর ছাত্রদলের
সাবেক সিনিয়র সদস্য সালমান আহমদ রানা, ছাত্রদল নেতা
মামুনুর রশিদ মামুন, সুজন মিয়া, জেলা জাসাসের সহ সাংগঠনিক
সম্পাদক ইমরান আহমদ, এম সোয়েব আহমদ, রিয়াজ উদ্দিন
ইমরান, আতিকুল ইসলাম নাঈম, সুমেল আহমদ, ফাহাদ মাহফুজ
চৌধুরী, বাবুল আহমদ, মোজাম্মেল হক, আলাল আহমদ,
আশরাফ উদ্দিন, করিম খান, আব্দুল হামিদ, ইয়াসিন হোসাইন জয়,
কামরুজ্জামান কামরুল, রাজু আহমদ অপু, পাবেল আহমদ,
শফিকুল হক শামীম, শাহীন আহমদ, আরিফুল হক
আনোয়ার, সৈয়দ শাহনুর আহমদ, সাঈম আহমদ, রুহুল আমিন,
অলিনুর রহমান মিজান, এনাম আহমদ রাজ, মিলন আহমদ, জাসিম
আহমদ রাফি, সাহান আহমদ, মাসুম আহমদ, শরীফ আহমদ, সামি
আহমদ প্রমুখ। #আলোকচিত্রী
:মুছলিম আলী

রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন #আলোকচিত্রী :মুছলিম আলী

রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও
নির্যাতনের প্রতিবাদে মুক্তিযোদ্ধা
সংসদ সন্তান কমান্ডের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭:
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”
এই ¯েøাগানকে সামনে রেখে মিয়ানমারে
রোহিঙ্গাদের গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতনের
প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
বুধবার দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ
মিনারের সামনে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান
কমান্ড আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট
মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ও
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মন রানা।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও ৫নং
ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক
আমিনুর রহমান পাপ্পুর সভাপতিত্বে ও সন্তান কমান্ডের
সদস্য সচিব দেওয়ান তারেক চৌধুরীর পরিচালনায় বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মুজিবুর
রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার নীলকান্ত সিংহ, বীর
মুক্তিযোদ্ধা আবুল হাশেম, কবি তুষার কর, শেখ আব্দুস
সোবহান, সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল
কালাম আজাদ, ডা. নাজরা চৌধুরী, সন্তান কমান্ডের সদস্য
সৈকত আলী, জাবেদ হোসেন ময়না, আব্দুস সালাম
ফারুক, ফিরুজ মিয়া, মেহদী হোসেন আলমগীর, মো.
রমিজ, মো. হায়দার বাদশা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের
সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ সলু, সামসুল ইসলাম,
সেলিম আহমদ, রুবেল আহমদ, মো. রাকিব, ওমর ফারুক,
আব্দুল কাদির, মো. করিম, সেলিম আহমদ, মামুন আহমেদ,
সেলিম আহমেদ, মো. রহিম, অ্যাডভোকেট সেজিল
আহমেদ, মিলন আহমেদ, আদনান, তাহমিদ, সায়েম, সুফিয়ান,
তাহসান, ওমর ফারুক, তানিম মিয়া, রুমান আলি, আবদুল মুজিব,
ফয়েজ আহমেদ প্রমুখ। #আলোকচিত্রী
:মুছলিম আলী

চৌহাট্টায় আগুন জালিয়ে, সড়ক অবরোধ করে ছাত্রলীগের প্রতিবাদ #আলোকচিত্রী:মুছলিম আলী

চৌহাট্টায় আগুন জালিয়ে, সড়ক অবরোধ
করে ছাত্রলীগের প্রতিবাদ
সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় নিজ
দলের ক্যাডারদের ছুরিকাঘাতে জাকারিয়া মোহাম্মদ মাসুম
নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। এ ঘটনার
প্রতিবাদে নগরীর চৌহাট্টা এলাকায় টায়ারে আগুন ও সড়ক
অবরোধ করেছে ছাত্রলীগ।বুধবার রাত ৮টার এ প্রতিবাদ
করে ছাত্রলীগ।জানা যায়- নিহত মাসুম যুক্তরাজ্য আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী
সমর্থিত সুরমা গ্রুপের কর্মী। তাকে ছুরিকাঘাত করে হত্যার
প্রতিবাদে এই গ্রুপের কর্মীরাই চৌহাট্টায় প্রতিবাদ করেন।
এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানার ওসি গৌসুল
হোসেন বলেন, বুধবার বিকালে শিবগঞ্জে
ছাত্রলীগের এক কর্মী খুনের ঘটনার জের ধরে চৌহাট্টা
এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে ছাত্রলীগের
সুরমা গ্রুপ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা ক্লিয়ার
করে দেয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
#আলোকচিত্রী:মুছলিম
আলী

শিবগঞ্জে পূর্ব বিরোধের জেরে ছাত্রলীগ নেতা নিহত #আলোকচিত্রী:মুছলিম আলী

শিবগঞ্জে পূর্ব বিরোধের
জেরে ছাত্রলীগ নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক : পূর্ব বিরোধের জেরে সিলেটে
প্রতিপক্ষের হামলায় জাকারিয়া মো. মাসুম (২২) নামের এক
ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। তিনি ছাত্রলীগের সুরমা
গ্রুপের কর্মী।
বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ায় এ ঘটনা
ঘটে।
সুরমা গ্রুপের নেতা বিপ্লব জানান, জেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপের সাথে বিরোধের
জের ধরে কয়েকজন ছাত্রলীগ কর্মী মাসুমের
ছোটভাই খালেদকে শিবগঞ্জে আটকে রেখে তাকে
খবর দেয়। পরে মাসুম সেখানে যাওয়ার পরপরই তাকে
উপুর্যপুরি ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে তাকে ওসামনী
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
তবে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান
চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেন, আমি জেলা
ছাত্রলীগের দায়িত্বে রয়েছি। আমার নামে কোন গ্রুপও
নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি।
উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ ঘটনায় জড়ানো হয়েছে
বলেও জানান তিনি। এছাড়া, এমসি কলেজ ছাত্রলীগের
অভ্যন্তরীন বিরোধে এ ঘটনা ঘটেছে বলে দাবি
করেন রায়হান।
এসএমপির মূখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনারজেদান আল মুসা
বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাসুমের দুই উরুতে একাধিক
ছুরিকাঘাত রয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ
মোতায়েন রয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ
তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।
#আলোকচিত্রী:মুছলিম
আলী

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

জেলা ছাত্র দল নেতা রাজনের পাশে মহানগর বিএনপি

জেলা ছাত্র দল নেতা রাজনের পাশে মহানগর
বিএনপি
অসুস্থ সিলেট জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু
বিষয়ক সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয়ের
মেধাবী শিক্ষার্থী আলী আকবর রাজনের পাশে
মহানগর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল সিলেট নগরীর
মিবক্রাসটুলাস্থ একটি বেসরকারী হাসপাতালে
গিয়ে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সহ মহানগর বিএনপির
নেতৃবৃন্দ চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নেন এবং আশু
সুস্থার জন্য দোয়া কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম
সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক
মোর্শেদ আহমদ মুকুল, যুব বিষয়ক সম্পাদক মির্জা
বেলায়েত আহমদ লিটন, মানবাধিকার সম্পাদক মুফিত
নেহাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসহুদ
আহমদ, সহ-সমাজ সেবা সম্পাদক মফিজুর রহমান
জুবেদ, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, ২৬
নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আফসর আহমদ,
জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন,
মহানগর ছাত্রদলের মানবাধিকার সম্পাদক মিজানুর
রহমান মিজান, জেলা ছাত্রদল নেতা নাজমুল
হোসেন মুন্না, ইফতেখার হোসেন সানি, এ কে
রাশেদ, সাদিক আহমদ, ফারুক আহমদ, ফয়সল আহমদ সহ
যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। #আলোকচিত্রে : মুছলিম
আলী

মিয়ানমারের মুসলিম হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন সিলেটের বিক্ষোভ মিছিল

মিয়ানমারের মুসলিম হত্যাযজ্ঞ
বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন
সিলেটের বিক্ষোভ মিছিল
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জাতিগোষ্ঠির
বিরুদ্ধে গণহত্যা বন্ধ ও বাংলাদেশে আশ্রয় নেয়া
রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে নিজ দেশে
ফিরিয়ে নেয়ার দাবিতে ইসলামী আন্দোলন
বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে
সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা
পর্যন্ত বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার নিয়ে
স্লোগানে স্লোগানে রোহিঙ্গাদের উপর চলমান
নির্যাতনে ও হত্যাযজ্ঞোর প্রতিবাদ জানিয়ে
কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে
বক্তারা বলেন- মিয়ানমারের মুসলমানদেরকে
নাগরিক অধিকারসহ সকল অধিকার থেকে বঞ্চিত
করেছে।
মিয়ানমার সামরিক জান্তা সরকার বাড়ি ঘর
জ্বালিয়ে-পুড়িয়ে ছোট শিশুদের গলাকেটে
নির্মমভাবে হত্যা করছে অথচ সুচি’র হৃদয় কাঁপন
লাগেনা। এ জাতীয় সংকট নিরসনে
বাংলাদেশকে মিয়ানমার থেকে আসা
রোহিঙ্গদাদের শরণার্থীর মর্যাদা দিতে হবে।
বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম দেশ থেকে
মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে
কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আগামীকাল
১৩ সেপ্টেম্বর বুধবার পীর সাহেব চারমোনাইয়ের
নেতৃত্বে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও
কর্মসূচি সফল করার আহবান জানান।
ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির
আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা
ইমাদ উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির
বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশর
কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. মোয়াজ্জেম
হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী যুব
আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.
রিয়াজুল ইসলাম রিয়াজ।
বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন সিলেট মহানগর
সহ-সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী
শ্রমিক আন্দোলন জেলা সভাপতি ফজলুল হক,
ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি নজির
আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি সুহেল
আহমদ, মহানগর সভাপতি শিহাব উদ্দিনসহ জেলা ও
মহানগর নেতৃবৃন্দ।#আলোকচিত্রে : মুছলিম
আলী

নগরী থেকে পুলিশের ভূয়া উপ পরিদর্শক গ্রেফতার

নগরী থেকে
পুলিশের ভূয়া উপ
পরিদর্শক
গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি :নগরীর সোবহানিঘাট
এলাকা থেকে পুলিশের উপ পরিদর্শক
(এসআই) পরিচয়দানকারী এক প্রতারককে
গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে মতছির আলী (৩৫)
নামের ওই ব্যক্তিকে আটকের পর সোমবার
দুপুরে তাকে আদালতের মাধ্যমে
কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে
পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে
কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নিজেকে
পুলিশের উপ পরিদর্শক পরিচয় দিয়ে নগরীর
সোবহানিঘাট এলাকায় বিয়ে করেন
মতছির আলী। বিয়ের পর শ্বশুরের কাছে
যৌতুক হিসেবে মোটর সাইকেল দাবি
করেন। পরে শ্বশুর বাড়ির লোকজন খোঁজ
নিয়ে জানতে পারেন মতছির পুলিশ
কর্মকর্তা নন।
রোববার বিকেলে মতছির আলীকে নিয়ে
শ্বশুর বাড়ির লোকজন মোটরসাইকেল
কিনতে সোবাহানিঘাটের একটি
মোটরসাইকেলের শো-রুমে যান। এসময়
তারা কোতোয়ালি থানা পুলিশকেও খবর
দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায়
নিয়ে আসে। তার কাছে থেকে পুলিশের
একটি জাল আইডি কার্ডও উদ্ধার করা হয়।
মতছির মৌলভীবাজার জেলার কুলাউড়া
থানার পৃথিমপাশা নন্দি গ্রামের ওমর
আলীর ছেলে ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) গৌছুল হোসেন সুরমা টাইমস কে
বলেন, মতছির আলীর বিরুদ্ধে তার স্ত্রীর
মামা জুয়েল রানা বাদী হয়ে একটি
মামলা দায়ের করেছেন। মামলায় দুইজনকে
আসামী করা হয়েছে। তাকে ওই মামলায়
গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে
সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।
#আলোকচিত্রে : মুছলিম
আলী

সিলেটে ছাত্র মৈত্রী ও যুব মৈত্রীর মানববন্ধন

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে
সিলেটে ছাত্র মৈত্রী ও যুব
মৈত্রীর মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭:
মায়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক
নির্যাতনের প্রতিবাদে সোমবার (১১ সেপ্টেম্বর)
বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে
বাংলাদেশ ছাত্র মৈত্রী ও বাংলাদেশ যুব
মৈত্রী সিলেটের উদ্যোগে এক মানববন্ধন ও
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আর্তমানবতার ডাকে
সাড়া দেওয়ার আহবান জানিয়ে যুব মৈত্রী
কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি শামীম
মজুমদারের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র
মৈত্রীর কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ
সম্পাদক মাসুদ রানা চৌধুরীর পরিচালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা
সম্পাদক কমরেড সিকন্দর আলী।
বক্তব্যে তিনি বলেন- “রোহিঙ্গাদের ওপর
নির্যাতনকে এখন গণহত্যা নয়, সাম্প্রদায়িক ও
রাজনৈতিক দাঙ্গা হিসেবে পরিগণিত করার
পাঁয়তারা চালাচ্ছে জামাত-বিএনপি মহল।”
তিনি জনগণকে হুশিয়ার থাকার আহŸান জানিয়ে
বলেন- “দেশ যখন উন্নয়নের পথে দুরন্ত গতিতে
চলছে, তখনই দেশকে থামিয়ে দেওয়ার হীন
ষড়যন্ত্র চলছে। রোহিঙ্গা নির্যাতন এরকমই
আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।”
তিনি মানবতার ওপর এই নৃশংস হামলা বন্ধে
আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির ওপর গুরুত্বারোপ
করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব
মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমরেড
হিমাংশু মিত্র, সহ সাংগঠনিক সম্পাদক আফরোজ
আলী, বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ নারী
মুক্তি সংসদ সিলেট জেলার সভানেত্রী ইন্দ্রাণী
সেন সম্পা, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট
জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার
হোসেন, যুব মৈত্রী সিলেট মহানগর সভাপতি ও
কেন্দ্রীয় সদস্য ইউসুফ আহমেদ, মহানগর সহ-সভাপতি
আলমগির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ
খোকন, মহানগর নেতা সাজু মিয়া, সুনামগঞ্জ
জেলা আহবায়ক আলাউদ্দিন আলো, বিলাল আহমদ,
বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সহ-
সভাপতি আকাশ রায়, সহ-সাধারণ সম্পাদক সারথী
উরাং, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক
সালেহ আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক নুরুল আহমদ,
কামাল বাজার ইউপি আহবায়ক মারজান আহমদ,
খাজাঞ্চী ইউপি আহবায়ক আলমগীর মিয়া, যুগ্ম
আহবায়ক মনোয়ার হোসেন, রাগীব রাবেয়া ডিগ্রি
কলেজের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, মদনমোহন
কলেজ নেত্রী নাইমা আক্তার, সদস্য সুলতান আহমদ,
সিদ্দিকুর রহমান বিলাল, মারুফ আহমদ, নুর আহমদ
রিয়াদ, সামছুর রহমান, আতাউর রহমান, শিপা উরাং
প্রমুখ। #আলোকচিত্রে : মুছলিম
আলী

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

কেঁদেছিলে তুমি হেসেচিল সবে

প্রথম যেদিন তুমি এসেচিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেচিল সবে। এমন জিবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।

বিপিএল-এ নতুন মাত্রা: সিলেট সিক্সার্স

























বিপিএল-এ নতুন মাত্রা: সিলেট
সিক্সার্স
ইতিহাস সৃষ্টির নতুন অঙ্গীকার নিয়ে এবার
বিপিএল এ যোগ দিচ্ছে ‘সিলেট সিক্সার্স’।
রোববার সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া
কমপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্য
দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)
২০১৭ এর নতুন সংযোজন ‘সিলেট সিক্সার্স’ এর
আত্মপ্রকাশ করে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের
সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ
সম্মেলনে দলের বিভিন্ন তথ্য জানান
সংশ্লিষ্টরা।
এবার সিলেট বিভাগ থেকে প্রথমবারের মত
বিপিএল- এ আসছে সিলেটি পৃষ্ঠপোষকতায় ও
ব্যবস্থাপনায় সংগঠিত দল ‘সিলেট সিক্সার্স’।
সিলেটের গৌরব ও কৃতি সন্তান মাননীয়
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দলটির
প্রধান পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান হিসেবে
ফ্রেঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন সিলেটেরই
স্বনামধন্য সমাজসেবক ও স্থপতি সাহেদ মুহিত।
দলের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন- সিলেট
বিভাগের অধিবাসীদের খেলার সাথে সম্পৃক্ত
করা এবং ভালো খেলা উপহার দেয়াই ‘সিলেট
সিক্সার্স’র প্রধান উদ্দেশ্য। তিনি আরো
বলেন- ছাত্র এবং যুবকদেরকে খেলাধুলার
সাথে সম্পৃক্ত করে তাদেরকে সুস্থ কর্মকান্ডে
নিয়োজিত রাখতে খেলাধুলার কোন বিকল্প
নেই।
এই প্রথমবারের মত সিলেটবাসী তাদের নিজ
স্টেডিয়ামে বিপিএল’র খেলা উপভোগ করতে
পারবে। নভেম্বর এর ৪ তারিখ থেকে বিপিএল’র
প্রথম পর্বের খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত
হবে।
অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন- দলের আইকন,
জাতীয় দলের তারকা সাব্বির রহমান ও নাসির
হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল
আব্দুল মুহিত এমপি, সিলেটের বিভাগীয়
কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম,
ডিআইজি কামরুল আহসান, সিলেট সিটি
করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,
জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার,
মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম
কিবরিয়া, পুলিশ সুপার মনিরুজ্জামান,
জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ
কে আব্দুল মোমেন, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের
উপদেষ্টা নাসির এ চৌধুরী, ম্যানেজিং
ডিরেক্টর ফারজানা চৌধুরী, স্কয়ার ফুডস
অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পরিচালক
অঞ্জন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ,
সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের
সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর
রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম
চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ
সেলিমসহ ক্রিকেট জগৎ ও সিলেটের সুপরিচিত
ও গণ্যমান্যব্যক্তিবর্গ।
সিলেট সিক্সার্স’র কর্মকর্তাদের মধ্যে
ছিলেন ফারুক আহমদ, গাজী আশরাফ হোসেন
লিপু, লায়লা রহমান কবির, আলতামাস কবির,
নিহাদ কবির, ফারজানা চৌধুরী, ইয়াসির
ওবায়েদ, মোবাশ্বির আহমদ চৌধুরী, মাশেদ আর
আব্দুল্লাহ, মান্তাসা আহমেদ, শামিনা মুহিত,
আফজাল হাসান উদ্দিন রিজভি, আখতার হাসান
উদ্দিন, সাজমুস সাকিব প্রমুখ।
লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলনের পরে
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#আলোকচিত্রে : মুছলিম আলী

লাগলে বাড়ি বাউন্ডারি





‘লাগলে বাড়ি বাউন্ডারি’
শ্লোগানকে সামনে রেখে
আজ বিকেলে(১০ সেপ্টেম্বর) সিলেটে
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
করলো বাংলাদেশ প্রিমিয়ার
লিগ (বিপিএল) এর নতুন দল সিলেট
সিক্সার্স। এবারের দলটিতে
আইকন হিসেবে থাকছেন সাব্বির
রহমান।
দলে আরও থাকছেন অলরাউন্ডার
নাসির হোসেন। অধিনায়ক
হিসেবে দেখা যেতে পারে
তাকে। ফ্র্যাঞ্চাইজিটির সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির-
সাব্বির।
গতবার সাব্বির খেলেছিলেন
রাজশাহী কিংসে। আর নাসির
ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা
ডায়নামাইটসে।
সিলেট নগরীর আবুল মাল আবদুল
মুহিত কমপ্লেক্সে বর্ণাঢ্য
আয়োজনের মধ্য দিয়ে
ফ্র্যাঞ্চাইজিটির লোগো
উন্মোচন করেন অর্থমন্ত্রী ও
সিলেট সিক্সার্সের প্রধান
উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত।
সিলেট সিক্সার্সের
চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
মুহিতের ছেলে সাহেদ মুহিত।
সিলেট সিক্সার্সের টিম
ডিরেক্টর হিসেবে ছিলেন
সাবেক ক্রিকেটার ফারুক আহমদ,
হেড কোচের দায়িত্ব পালন
করেন জাহিদ এহসান আর টিম
ম্যানেজার হিসেবে ছিলেন
সাবেক তারকা ক্রিকেটার
হাসিবুল হোসেন শান্ত।
#আলোকচিত্রে : মুছলিম আলী

আর্ত-মানবতার সেবায় বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে লায়ন্স ক্লাব : সিলেটে অর্থমন্ত্রী

আর্ত-মানবতার সেবায় বিশ্বব্যাপী কাজ
করে যাচ্ছে লায়ন্স ক্লাব : সিলেটে
অর্থমন্ত্রী
লায়ন্স আই হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন। শনিবার, ০৯
সেপ্টেম্বর ২০১৭:
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন- সমগ্র
বিশ্বব্যাপী লায়ন্স ক্লাব আর্ত-মানবতার সেবায় কাজ করে
যাচ্ছে। লায়ন্স আই হসপিটাল সমাজের গরীব অসহায়
মানুষের সেবায় কাজ করে যাবে। দেশে এবং
আন্তর্জাতিক ভাবে লায়ন্স ক্লাব মানব সেবায় কাজ করে
যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। লায়ন্স ক্লাবের এই মহতি
উদ্যোগে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া
আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী
দিন আপনাদের পাশে থাকার প্রত্যয় রাখছিল।
তিনি শনিবার (৯ সেপ্টেম্বর) সিলেট লায়ন্স
ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর বাগবাড়ি বর্ণমালা
পয়েন্টে ৪ শতক জায়গার উপর আধুনিক স্থাপত্য শৈলী
৬ষ্ট তলা বিশিষ্ট লায়ন্স আই হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন
কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো
বলেন।
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন লায়ন আসমা
কামরানের সভাপতিত্বে ও লায়ন খন্দকার মাজহারুল
আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ
অতিথির বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের
সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, লায়ন্স জেলা
৩১৫ বি-১ এর সাবেক জেলা গভর্নর পিডিজি লায়ন ডা.
আজিজুর রহমান, সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লায়ন
মুহিবুর রহমান, লায়ন ডা.শাহ জামান চৌধুরী বাহার, লায়ন সামছুল
আলম খান সাজু, লায়ন নাজনিন হোসেন, লায়ন গৌতম লাল
দত্ত, লায়ন ফারুক আহমদ, লায়ন সাজুয়ান আহমদ, লায়ন গৌতম
বণিক, লায়ন চন্দন শাহা, লায়ন আমিন উদ্দিন আহমদ, লায়ন জহির
বক্ত, লায়ন আব্দুল কাইয়ুম, লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ,
লায়ন পিন্টু চক্রবর্তি, লায়ন মনছুর আহমদ চৌধুরী, লায়ন
এডভোকেট নার্গিস সুলতানা, লায়ন মাছুম আহমদ, লায়ন এমএ
মুমিন, লায়ন আছিয়া সিকদার, লায়ন হেলেন আহমদ, লায়ন
ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন সাবিনা আনোয়ার, লায়ন
মেহদী কাবুল, লায়ন মো. আতিক, লায়ন এডভোকেট
এমআই কয়েছ, লায়ন জাবেদ সিরাজ, লায়ন মিছবাহ উদ্দিন,
লায়ন এমএ মুহিত, লায়ন হুমায়ুন কবির প্রমুখ। #আলোকচিত্রে :
মুছলিম আলী

রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে মানবাধিকার কমিশন’র মানববন্ধন

রোহিঙ্গা মুসলমানদের হত্যার
প্রতিবাদে মানবাধিকার কমিশন’র
মানববন্ধন
মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও অমানবিক
নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন
সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন
কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা শাখার নির্বাহী সভাপতি তপন মিত্রের
সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক
রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা
পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. জেড. রওশন
জেবীন রুবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়
পার্টির কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন খালেদ,
যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক মো. কায়ছার চৌধুরী,
সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি
গুপ্ত, জেলা আওয়ামীলীগ নেতা সুদ্বীপ দে,
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.
নাজরানা ফেরদৌসী, সূর্যের হাসি ক্লিনিকের চিকিৎসক
শেপি বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ
মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি
সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ফারুক আহমদ শিমূল,
মহানগর শাখার সভাপতি তাহনিম আহমদ তাকু, নির্বাহী সভাপতি
আব্দুল মন্নান, জেলার সিনিয়র সহ সভাপতি হুসাইন আহমদ,
মহানগরের সহ সভাপতি সুহেল আহমদ চৌধুরী, শাহাব
উদ্দিন, গুলজার আহমদ, আকরার বখত মজুমদার, জেলার
সহ সভাপতি খুররম আহমদ চৌধুরী, আব্দুল আজিজ,
আজিজুর রহমান, ডা. নজরুল ইসলাম ফারুকী, আতাউর
রহমান আতাই, আব্দুল করিম চৌধুরী, মহানগরের যুগ্ম
সম্পাদক সাজন আহমদ সাজু, সাংগঠনিক সম্পাদক মিয়া
মোহাম্মদ রুস্তম মাসুদ, জহিরুল ইসলাম, জেলার সাংগঠনিক
সম্পাদক শাকিল আহমদ, সুফিয়ান আহমদ, মনসুর আহমদ
শিকদার, মহানগরের সহ সাংগঠনিক সম্পাদক আবুল বশর সাকু,
কামরান আহমদ তালুকদার, মাহবুব খান, দিলিপ দে, ধনঞ্জয়
দাস ধনু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল মিয়া,
শফিকুল ইসলাম, জেলার সহ সাংগঠনিক সম্পাদক শান্ত
সারথী দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোটারিয়ান আব্দুল
কাইয়ূম, আন্তর্জাতিক সম্পাদক রিপন আহমদ, মহানগরের
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, কার্যনির্বাহী
সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, সৈয়দ হারুনুর রশিদ, শিপন আহমদ,
বুরহান উদ্দিন রিপন, আব্দুল মুকিত, জুমেল আহমদ,
আব্দুল্লাহ মুনিম মামুন, নজির আহমদ অপু, আহমেদ
মাহবুব, আব্দুল মুহিত, জেলার সদস্য আনোয়ার
হোসেন, হাবিবুর রহমান খোকন, আশফাক আহমদ।
তাছাড়াও বক্তব্য রাখেন ধ্র“বতারা সিলেট জেলার
সভাপতি সাদিকুর রহমান, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের
সভানেত্রী জান্নাতুল রেশমা, উইল পাওয়ার এর সদস্য
সুজন আহমদ, সচেতন যুব সমাজ সিলেটের সাধারণ
সম্পাদক কামাল হোসেন নাজিম, হিউম্যানিটি সোস্যাল
অর্গানাইজেশনের জহিরুল ইসলাম জহির, মরহুমা রাহেলা
বেগম মানব কল্যাণ সংস্থার আহমেদ রিয়াজ শুভ,
স্বার্থহীন সমাজকল্যাণ সংস্থার বাবুল আহমদ সহ বিভিন্ন
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য
রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে সুচি
সরকারের সেনাবাহিনী ও তার লেলিয়ে দেওয়া
সন্ত্রাসী কর্তৃক নিরীহ মুসলিম সম্প্রদায়ের উপর
ইতিহাসের জঘন্যতম হত্যা, নির্যাতন, নিপীড়ন ও ঘর বাড়ি
জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে যা সম্পূর্ণ
রুপে মানবতাবিরোধী। বক্তারা আরো বলেন,
শান্তিতে নোবেল পাওয়া অং সান সুচি মুসলমানদের
উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। এই রাষ্ট্রীয়
সন্ত্রাস বন্ধ না করলে মায়ানমারের উপর অবরোধ
আরোপের জানাচ্ছি। রোহিঙ্গা মুসলমানদের উপর
হামলা চালিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানোর এক
গভীর ষড়যন্ত্র। বক্তারা অবিলম্বে মিয়ানমারের এ
নৃশংস গনহত্যা বন্ধে জরুরী ভিত্তিতে চাপ দিতে ও
মানবতাবিরোধী অপরাধে হত্যা ও নির্যাতনের দায়ে
সুচির শান্তি নোবেল ফিরিয়ে নেওয়ার জন্য বিশ্ব
নেতাদের প্রতি আহবান জানান। বক্তারা বাংলাদেশ
সরকারকে মায়ানমার সরকারের প্রতি চাপ প্রয়োগ করার
আহ্বান জানান। তাতেও যদি হত্যা নির্যাতন বন্ধ না হয়
তাহলে মায়ানমার সরকারের সাথে সকল প্রকার সম্পর্ক
ছিন্ন করার আহ্বান জানান। #আলোকচিত্রে :
মুছলিম আলী

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...