সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটে ছাত্র মৈত্রী ও যুব মৈত্রীর মানববন্ধন

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে
সিলেটে ছাত্র মৈত্রী ও যুব
মৈত্রীর মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭:
মায়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক
নির্যাতনের প্রতিবাদে সোমবার (১১ সেপ্টেম্বর)
বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে
বাংলাদেশ ছাত্র মৈত্রী ও বাংলাদেশ যুব
মৈত্রী সিলেটের উদ্যোগে এক মানববন্ধন ও
প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় আর্তমানবতার ডাকে
সাড়া দেওয়ার আহবান জানিয়ে যুব মৈত্রী
কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি শামীম
মজুমদারের সভাপতিত্বে এবং বাংলাদেশ ছাত্র
মৈত্রীর কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ
সম্পাদক মাসুদ রানা চৌধুরীর পরিচালনায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা
সম্পাদক কমরেড সিকন্দর আলী।
বক্তব্যে তিনি বলেন- “রোহিঙ্গাদের ওপর
নির্যাতনকে এখন গণহত্যা নয়, সাম্প্রদায়িক ও
রাজনৈতিক দাঙ্গা হিসেবে পরিগণিত করার
পাঁয়তারা চালাচ্ছে জামাত-বিএনপি মহল।”
তিনি জনগণকে হুশিয়ার থাকার আহŸান জানিয়ে
বলেন- “দেশ যখন উন্নয়নের পথে দুরন্ত গতিতে
চলছে, তখনই দেশকে থামিয়ে দেওয়ার হীন
ষড়যন্ত্র চলছে। রোহিঙ্গা নির্যাতন এরকমই
আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।”
তিনি মানবতার ওপর এই নৃশংস হামলা বন্ধে
আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির ওপর গুরুত্বারোপ
করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ যুব
মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কমরেড
হিমাংশু মিত্র, সহ সাংগঠনিক সম্পাদক আফরোজ
আলী, বাংলাদেশ পয়েটস ক্লাবের চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাংলাদেশ নারী
মুক্তি সংসদ সিলেট জেলার সভানেত্রী ইন্দ্রাণী
সেন সম্পা, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট
জেলার সাধারণ সম্পাদক কাজী আনোয়ার
হোসেন, যুব মৈত্রী সিলেট মহানগর সভাপতি ও
কেন্দ্রীয় সদস্য ইউসুফ আহমেদ, মহানগর সহ-সভাপতি
আলমগির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ
খোকন, মহানগর নেতা সাজু মিয়া, সুনামগঞ্জ
জেলা আহবায়ক আলাউদ্দিন আলো, বিলাল আহমদ,
বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সহ-
সভাপতি আকাশ রায়, সহ-সাধারণ সম্পাদক সারথী
উরাং, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক
সালেহ আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক নুরুল আহমদ,
কামাল বাজার ইউপি আহবায়ক মারজান আহমদ,
খাজাঞ্চী ইউপি আহবায়ক আলমগীর মিয়া, যুগ্ম
আহবায়ক মনোয়ার হোসেন, রাগীব রাবেয়া ডিগ্রি
কলেজের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান, মদনমোহন
কলেজ নেত্রী নাইমা আক্তার, সদস্য সুলতান আহমদ,
সিদ্দিকুর রহমান বিলাল, মারুফ আহমদ, নুর আহমদ
রিয়াদ, সামছুর রহমান, আতাউর রহমান, শিপা উরাং
প্রমুখ। #আলোকচিত্রে : মুছলিম
আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...