শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

মুসলমানদের জন্য সীমান্ত খুলে দিন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া

অবিলম্বে আরাকানের
মুসলমানদের জন্য সীমান্ত খুলে
দিন –মুহিবুর রহমান
বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ
সম্পাদক ছাত্রনেতা মুহিবুর রহমান বলেছেন,
মিয়ানমার সরকারের প্রত্য মদদে সে দেশের
পুলিশ, সেনাবাহিনী ও রাখাইন বৌদ্ধরা
একজোট হয়ে আরাকানের মুসলমানদের উপর যে
অকথ্য নির্যাতন চালাচ্ছে তা মানবতার চরম
লঙ্ঘন, মানবতার বিরুদ্ধে অপরাধ। রোহিঙ্গা
মুসলমানদের উপর পরিচালিত এ নারকীয়
তান্ডবের বিরুদ্ধে সারা বিশ্বের শান্তিকামী
মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।
মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত
এ গণহত্যা বন্ধের ল্েয জাতিসংঘের নেতৃত্বে
সকলকে সোচ্চার হতে হবে। গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান
জানিয়ে বলেন, নিরন্ন, অসহায়, নিরাশ্রয়
মানুষের মিছিল যখন আমাদের সীমান্ত পানে
এগিয়ে আসছে তখন জাতীয় নিরাপত্তার কথা
বলে আমরা নির্বিকার থাকতে পারি না।
অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের জন্য
বাংলাদেশের সীমান্ত উন্মুক্ত করে দিন।
তিনি শুক্রবার বাংলাদেশ আনজুমানে
তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও
মহানগর শাখা কর্তৃক মিয়ানমারে রোহিঙ্গা
মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যার
প্রতিবাদে আয়োজিত বিােভ পরবর্তী
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো
বলেন।
সিলেট মহানগরী তালামীযের সভাপতি এনাম
উদ্দিন এর সভাপতিত্বে ও পূর্বজেলা সভাপতি
আব্দুল খালিক রুহিল শাহ ও পশ্চিম জেলা
সভাপতি ফয়েজ আহমদ তাজিরের যৌথ
পরিচালনায় প্রতিবাদ সমাবেশে একাত্মতা
ঘোষণা করে বক্তব্য দেন সিলেট সিটি
কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্জ বদর
উদ্দিন আহমদ কামরান, সুপ্রীম কোর্টের প্রবীণ
আইনজীবী এ্যাডভোকেট মাওলানা আব্দুর
রকিব। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য
রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে
ইসলামিয়া সাবেক কেন্দ্রীয় সভাপতি
মাওলানা নজমুল হুদা খান, মাওলানা বেলাল
আহমদ, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের
ইংরেজি প্রভাষক নোমান আহমদ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয়
অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান,
বাংলাদেশ তালামীযে ইসলামিয়ার সাবেক
কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজির আহমদ
হেলাল, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন
রহমান লেখন, সহ-প্রচার সম্পাদক উসমান গণি,
শিক্ষা ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ
আহমদ আল জামিল, সদস্য সোহাইল আহমদ
তালুকদার, তৌরিছ আলী, ঢাকা মহানগর
সভাপতি কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা
সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সিলেট
মহানগর সহ-সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ,
সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক আব্দুল
বাছিত আল হাসান, পশ্চিম জেলার সাধারণ
সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক
আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক আবুল
কাশেম, মহানগর সাংগঠনিক সম্পাদক আরিফ
আহমদ, পূর্ব জেলার সাংগঠনিক সম্পাদক মো.
ইসলাম উদ্দিন, মহানগর সহ-প্রচার সম্পাদক
মারুফ আহমদ, পূর্ব জেলার অর্থ সম্পাদক রুহুল
হুদা চৌধুরী রাহেল, শাহজাহান সাদি, এম এ
মকসুদ জুনেদ, আদিল আহমদ, ফখরুল ইসলাম, আলী
হোসাইন, জিল্লুর রহমান, সাকির আহমদ চৌধুরী,
আব্দুস সালাম, কবির আহমদ, পিয়ার হাসান,
নাভেদ হুসাইন, আজাদ হুসাইন, হুসাইন আহমদ,
মো. আলা উদ্দিন পাশা, সালেহ আহমদ,
রেদওয়ান হোসেন, ইমন আহমদ, আনোয়ার, লবিবুর
রহমান লাভলু, আব্দুল মালিক, জুবায়ের আহমদ,
ফকরুল ইসলাম, ফয়জুল ইসলাম, মুহিব্বুল ইসলাম,
সাইদুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন
রশিদ রকি, সিদ্দিকুর রহমান, মাসুম খান, আরিফ
হোসেন সামাদ, ইসলাম উদ্দিন, শাহিনুল আমিন,
শাহিনুল আমিন, আব্দুল মন্নান, রেজাউল করিম,
মিজানুর রহমান, মামুন খান, সামছুল ইসলাম,
হুসাইন আহমদ, মাহবুব হোসেন এমরান, আরিফ
উদ্দিন, মাহিনুল ইসলাম মাহিন, মিনহাজ উদ্দিন,
জাকির হোসেন, হাবিবুর রহমান, এফ কে জুনেদ
আহমদ, খালেদ আহমদ, বোরহান উদ্দিন, রুকন
উদ্দিন, মির্জা হাবিবুর রহমান, মঈনুল ইসলাম,
মঈন উদ্দিন খান মিলন, মারুফ আলম মিজু প্রমুখ।
#আলোকচিত্রে : মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...