শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে বাংলাদেশে

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের মুখে
বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা
জনগোষ্ঠীকে আশ্রয় দিতে গিয়ে বাংলাদেশ যে
কঠিন পরিস্থিতিতে পড়েছে, তার স্বীকৃতি দিয়েছে
যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র
দপ্তরের মুখপাত্র হিদার নোয়ার্ট মিয়ানমারের সহিংস পরিস্থিতি
নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের
অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, “আমি জানি, অন্য যে কোনো দেশের
মতোই, শরণার্থীদের বহন করা বাংলাদেশের জন্য কঠিন
পরিস্থিতি।”
বিষয়টি যুক্তরাষ্ট্র গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে নোয়ার্ট
বলেন, “বার্মার উত্তরাঞ্চলীয় রাজ্য রাখাইনের
অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”
গত ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ চেকপোস্ট ও সেনা
ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর
সেখানে পাল্টা সেনা অভিযানের মুখে দেশ ছাড়ছেন
রোহিঙ্গা মুসলিমরা। শুক্রবার পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার
রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘের
হিসাব।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর উপর ‘ভয়াবহ হামলার’ নিন্দা
জানানোর পাশাপাশি আইনের শাসন ও মানবাধিকারের প্রতি
শ্রদ্ধাশীল হয়ে আর সহিংসতা না চালিয়ে স্থানীয়
জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে নিরাপত্তা বাহিনীর প্রতি
আহ্বান যুক্তরাষ্ট্রের মুখপাত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...