মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন অনতিবিলম্বে বন্ধের দাবি ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনের মানববন্ধন। #আলোকচিত্রী :মুছলিম আলী


মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন অনতিবিলম্বে
বন্ধের দাবি
ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনের মানববন্ধন।
#আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর
২০১৭: সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সম্মুখে
মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবীতে ও
সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠা করার আহবানে সোমবার (১৮
সেপ্টেম্বর) ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের
সমন্বয় কমিটি সিলেটের উদ্যোগে এক মানববন্ধন
কর্মসূচি পালিত হয়।
বিকাল ৩টা থেকে মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন
ধর্মীয় সংখ্যালঘু সংগঠন, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠা সমূহ নিজ
নিজ ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছে। সমন্বয়
সংগঠনের সিলেট মহানগর আহবায়ক অ্যাডভোকেট
মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সদস্য সচিব
প্রদীপ কুমার দেব এর পরিচালনায় মানববন্ধন চলাকালীন
প্রতিবাদে সংহতি জানিয়ে বক্তারা বলেন- মায়ানমারের যে
অমানবিক হত্যা, নির্যাতন ও ধ্বংসযজ্ঞ রোহিঙ্গাদের উপর
চালানো হচ্ছে তা বিশ্বের কোন বিবেকবান মানুষ সহ্য
করতে পারবে না।
তারা বলেন- মায়ানমারের নোবেল বিজয়ী অংসান সুচি ও
সামরিক বাহিনী যেভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে
অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তা বিশ্ব
নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেয়া প্রয়োজন।
বক্তারা এই অমানবিক নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন-
মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সরকার ও
বিবেকবান মানুষ আজ লক্ষ লক্ষ রোহিঙ্গাদের পাশে
দাঁড়িয়েছে। এদের পাশে দাঁড়াতে বাংলাদেশের সকল
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্বদের সংগঠনকে এগিয়ে
আসতে হবে। তারা মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে
জাতিসংঘসহ বিশ্ব নেতৃত্বকে অবিলম্বে জোরালো
পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
সংহতি জানান- বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা
শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, বাংলাদেশ
হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার
সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য,
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল,
সংখ্যালঘু সংগঠন সমূহের সমন্বয় কমিটি সিলেট জেলা
আহবায়ক বৌদ্ধ নেতা রামেন্দ্র বড়ুয়া, সদস্য সচিব
এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, রাজনীতিবিদ তপন মিত্র,
খ্রীষ্টান নেতা দানিশ সাংমা, ডিকন নিঝুম সাংমা, বৌদ্ধ সমিতির
উৎপল বড়ুয়া, পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা সাধারণ
সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, মহানগর শাখার ভারপ্রাপ্ত
সভাপতি রজত কান্তি গুপ্ত, ঐক্য পরিষদের কেন্দ্রীয়
সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য
কৃপেশ পাল।
সংহতি জানান মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ,
মুক্তিযোদ্ধা বিবেকানন্দ সমাজপতি, প্রকৌশলী মনজ বিকাশ
দেব রায়, জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, এডভোকেট
রঞ্জন ঘোষ, বীরেন্দ্র সূত্রধর, নীরেশ দাস,
খোকন পাল, দেবর্শি শ্রীবাস দাস, জলদ্বীপ রঞ্জন
চৌধুরী, এপেক্সিয়ান চন্দন দাস, অ্যাডভোকেট বিপ্র দাস
ভট্টাচার্য্য, সুবিনয় মল্লিক, রথীন্দ্র দাস ভক্ত, রকি দেব,
যিশু ভট্টাচার্য্য, সঞ্জয় চক্রবর্তী, ভানুলাল দাস, সঞ্জয়
কুমার নাথ, মনমোহন দেবনাথ, জয়ন্ত আচার্য্য, নিরুপম
চক্রবর্তী শুভ্র, নিলেন্দু দে অনুপ, শংকর চন্দ্র দাস
শঙ্কু, রাজু গোয়ালা, নন্দন পাল, জি.ডি রুমু।
মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ইসকন সিলেট,
নিম্বার্ক আশ্রম জগ্ধবন্ধু সুন্দর ধাম, বৌদ্ধ সমিতি, খ্রিস্টান
মিশন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, হরিভক্তি
প্রচারণী সভা, সিলেট বিবেক, মহালয়া উদ্যাপন পরিষদ, হিন্দু
সমাজ সংস্থা সমিতি, বিবেকানন্দ চর্চা পর্ষদ, কাজলশাহ
সার্বজনীন পূজা কমিটি, সিলেট সদর উপজেলা পূজা
উদ্যাপন পরিষদ সহ প্রায় ২০টি সংগঠন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...