রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

লাগলে বাড়ি বাউন্ডারি





‘লাগলে বাড়ি বাউন্ডারি’
শ্লোগানকে সামনে রেখে
আজ বিকেলে(১০ সেপ্টেম্বর) সিলেটে
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু
করলো বাংলাদেশ প্রিমিয়ার
লিগ (বিপিএল) এর নতুন দল সিলেট
সিক্সার্স। এবারের দলটিতে
আইকন হিসেবে থাকছেন সাব্বির
রহমান।
দলে আরও থাকছেন অলরাউন্ডার
নাসির হোসেন। অধিনায়ক
হিসেবে দেখা যেতে পারে
তাকে। ফ্র্যাঞ্চাইজিটির সংবাদ
সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির-
সাব্বির।
গতবার সাব্বির খেলেছিলেন
রাজশাহী কিংসে। আর নাসির
ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা
ডায়নামাইটসে।
সিলেট নগরীর আবুল মাল আবদুল
মুহিত কমপ্লেক্সে বর্ণাঢ্য
আয়োজনের মধ্য দিয়ে
ফ্র্যাঞ্চাইজিটির লোগো
উন্মোচন করেন অর্থমন্ত্রী ও
সিলেট সিক্সার্সের প্রধান
উপদেষ্টা আবুল মাল আবদুল মুহিত।
সিলেট সিক্সার্সের
চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল
মুহিতের ছেলে সাহেদ মুহিত।
সিলেট সিক্সার্সের টিম
ডিরেক্টর হিসেবে ছিলেন
সাবেক ক্রিকেটার ফারুক আহমদ,
হেড কোচের দায়িত্ব পালন
করেন জাহিদ এহসান আর টিম
ম্যানেজার হিসেবে ছিলেন
সাবেক তারকা ক্রিকেটার
হাসিবুল হোসেন শান্ত।
#আলোকচিত্রে : মুছলিম আলী

1 টি মন্তব্য:

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...