শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে


মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে
দক্ষিণ সুরমায় তৌহিদী জনতার
বিক্ষোভ মিছিল
দক্ষিণ সুরমার তৌহিদী জনতার উদ্যোগে ও
এডভোকেট সামসুজ্জামান জামানের আহবানে
মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ও গণহত্যা
বন্ধের দাবীতে এক বিক্ষোভ মিছিল শুক্রবার বাদ
জুম্মা সিলেট নগরীর ভার্থখলা জামে মসজিদের সামন
থেকে বের হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খোজারখলা
মার্কাজ পয়েন্টে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজসেবী দেওয়ান নিজাম খানের সভাপতিত্বে ও
ইমরানুল ইসলাম জাসিমের পরিচালনায় বিক্ষোভ
পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত
ছিলেন সমাজসেবী সুমন শিকদার, মল্লিক আহমদ,
এনামুল হক টিপু, ইশরাকুল হোসেন, মোঃ নুরুল আমিন,
তোফায়েল আহমদ তুহিন, ওয়াজিহ উদ্দিন তারেক, নুরুল
ইসলাম রুহুল, খায়ের পারভেজ, আব্দুল মুকিত মুকুল,
সাইফুল ইসলাম জয়, রাসেল আহমদ, শামীম আহমদ,
আলাল আহমদ, আলম রহমান, তোফায়েল আহমদ রাফি,
জাহেদুর রহমান, সুমন আহমদ আনছার, মর্তুজ আলী,
জুবেল আহমদ, শাহীন আহমদ, রুহেল আহমদ জয়,
খান সবুর, রাসেল আহমদ, আজমল আলী, রাহাত
হোসেন শিপুর, জুয়েল রানা, সুহেল আহমদ, মঞ্জুর
আহমদ, লিটন আহমদ, রনি আহমদ, দেওয়ান আবু সাঈদ
খান, সিদ্দিক আহমদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন মসজিদ থেকে অসংখ্য মুসল্লি
বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। পথসভায় বক্তারা
মায়ানমারে মুসলিম শিশু, নারী-পুরুষ, বৃদ্ধ মানুষ গণহত্যার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আখাইনে
মুসলিম গণহত্যা সভ্য জগতের কোন মানুষ মেনে
নিতে পারে না। অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধ করা
না হলে মুসলিম তৌহিদী জনতা, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে
কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বক্তারা জাতিসংঘ,
ওআইসি ও ইউরোপী ইউনিয়নকে মায়ানমারের এই
সাম্প্রদায়িক ও জাতিগত নিপীড়ন বন্ধের জন্য
জোড়ালো ভূমিকা রাখার এবং বাংলাদেশ সরকারের প্রতি
সীমান্ত খুলে দেয়ার আহবান জানান। #আলোকচিত্রে :
মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...