সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

নগরী থেকে পুলিশের ভূয়া উপ পরিদর্শক গ্রেফতার

নগরী থেকে
পুলিশের ভূয়া উপ
পরিদর্শক
গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি :নগরীর সোবহানিঘাট
এলাকা থেকে পুলিশের উপ পরিদর্শক
(এসআই) পরিচয়দানকারী এক প্রতারককে
গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে মতছির আলী (৩৫)
নামের ওই ব্যক্তিকে আটকের পর সোমবার
দুপুরে তাকে আদালতের মাধ্যমে
কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে
পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে
কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নিজেকে
পুলিশের উপ পরিদর্শক পরিচয় দিয়ে নগরীর
সোবহানিঘাট এলাকায় বিয়ে করেন
মতছির আলী। বিয়ের পর শ্বশুরের কাছে
যৌতুক হিসেবে মোটর সাইকেল দাবি
করেন। পরে শ্বশুর বাড়ির লোকজন খোঁজ
নিয়ে জানতে পারেন মতছির পুলিশ
কর্মকর্তা নন।
রোববার বিকেলে মতছির আলীকে নিয়ে
শ্বশুর বাড়ির লোকজন মোটরসাইকেল
কিনতে সোবাহানিঘাটের একটি
মোটরসাইকেলের শো-রুমে যান। এসময়
তারা কোতোয়ালি থানা পুলিশকেও খবর
দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায়
নিয়ে আসে। তার কাছে থেকে পুলিশের
একটি জাল আইডি কার্ডও উদ্ধার করা হয়।
মতছির মৌলভীবাজার জেলার কুলাউড়া
থানার পৃথিমপাশা নন্দি গ্রামের ওমর
আলীর ছেলে ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) গৌছুল হোসেন সুরমা টাইমস কে
বলেন, মতছির আলীর বিরুদ্ধে তার স্ত্রীর
মামা জুয়েল রানা বাদী হয়ে একটি
মামলা দায়ের করেছেন। মামলায় দুইজনকে
আসামী করা হয়েছে। তাকে ওই মামলায়
গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে
সোমবার কারাগারে প্রেরণ করা হয়েছে।
#আলোকচিত্রে : মুছলিম
আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...