মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

আড়াই লাখ টাকা ছিনতাই পাঠানটুলা থেকে গরু ব্যবসায়ির

পাঠানটুলা থেকে গরু ব্যবসায়ির আড়াই
লাখ টাকা ছিনতাই
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায়
এক গরু ব্যবসায়ির আড়াই লাখ টাকা ছিনতাই হয়েছে। ঈদুল
আযহার আগের দিন গরু বিক্রি করে বাড়ীতে ফেরার
পথে টাকা ছিনতাইর ঘটনা ঘটে।
আখলিয়া বিজিবি ২য় নং গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা
ঘটে।
সূত্রে জানা যায়, ছিনতাইর শিকার ব্যবসায়ি সদর উপজেলার
কান্দিগাও ইউনিয়নের মাসুকগঞ্জ বাজার পশ্চিমদর্শা
গ্রামের আব্দুন নূর সারু মিয়া পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি
সেন্টারের সামন থেকে ৪টি গরু বিক্রি করে একটি
সিএনজি(অটোরিক্সা) যোগে বাড়ীতে যাওয়ার
উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তার সাথে ছিলেন
তার ছেলে ও নাতি।
হটাৎ করে একই গাড়ীতে থাকা যাত্রী বেশি ছিনতাই
কারি ড্রাইভারকে গাড়ী থেকে নামিয়ে দেয়ার কথা
বলে গাড়ী থামায়। পিছন থেকে আরেকটি সিএনজি
সামনে এসে গতিরোধ করে এবং গাড়ী থেকে
ড্রাইভার সহ ৬ জন ছিনতাইকারী টাকা ছিনিয়ে দেশী
অস্ত্র দিয়ে আব্দুন নূর সারু মিয়াকে কুপিয়ে জখম
করে জোর পূর্বক প্রায় ২লাখ ৪০হাজার টাকা ছিনিয়ে
নিয়ে যায়। এ সময় সারু মিয়ার বাম হাত ও কমরের নিচে
উরুতে মারাত্বক যখম রয়েছে।
তাকে স্থানিয় জনতা আহতাবস্তায় উদ্ধার করে সিলেট
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করান। পরবর্তীতে ছিনতাইকারীদের জনতা
ধাওয়া করলে ছিনতাই কাজে ব্যবহৃত তাদে গাড়ী নম্বর
সিলেট থ ১৩-০৫০০ রেখে পালিয়ে যায়। গাড়িটি
বর্তমানে জালালাবাদ থানা পুলিশের কাছে
আটক রয়েছে #আলোকচিত্রে :
মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...