শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা মুসলিমদের প্রতি ফোটা রক্তের দাম খুনী সুচিকে দিতে হবে সিলেট মহানগর হেফাজত #আলোকচিত্রী :মুছলিম আলী

রোহিঙ্গা মুসলিমদের প্রতি ফোটা
রক্তের দাম খুনী সুচিকে দিতে হবে
সিলেট মহানগর হেফাজত

নিজস্ব প্রতিবেদক :শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭:
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ
শফী ঘোষিত মিয়ানমার রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিম
গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাদ
জুম্মা হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার
উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হয়েছে। মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে
মসজিদের সামন থেকে বের হয়ে নগরীর প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট সিটি পয়েন্টে
এসে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- সংকট নিরসনে বাংলাদেশ
সরকারকে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের
শরণার্থী মর্যাদা দিতে হবে। বাংলাদেশ সহ বিশ্বের সকল
মুসলিমদেশ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার
করে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন করতে হবে। বক্তারা
বলেন, মুসলিম রোহিঙ্গাদের রক্ত নিয়ে হুলিখেলা
বিশ্বের মুসলিম আর সহ্য করবে না। রোহিঙ্গা
মুসলিমদের প্রতি ফোটা রক্তের দাম মিয়ানমারের খুনি
সরকার অং সান সুচি এবং জাতিসংঘকে দিতে হবে।
হেফাজত নেতৃবৃন্দ বলেন- মিয়ানমারে মুসলিম গণহত্যা
অবিলম্বে বন্ধ করতে হবে। এই অমানবিক গণহত্যা
প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা এখন সময়ের
দাবি। মিয়ানমারের নিরীহ মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য
দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান এবং
প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের পাশে গিয়ে তাদের অবস্থা
দেখে আসায় ও তাদের আশ্রয় নিরাপত্তায় সহযোগিতা
ঘোষণা করায় ধন্যবাদ জানান।
মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ
খানের সভাপতিত্বে প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন
ও উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র
আরিফুল হক চৌধুরী, এডভোকেট মাওলানা আব্দুর রকীব,
মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খলিলুর রহমান,
মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা আতাউর রহমান
কোম্পানীগঞ্জী, মাওলানা খায়রুল হোসেন, হাফিজ
মাওলানা আহমদ সগীর, গাজী রহমত উল্লাহ, মাওলানা পীর
আব্দুল জব্বার, আলহাজ¦ মাওলানা এমরান আলম, মাওলানা
ফখরুজ্জামান, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সদরুল আমীন,
মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আমীন রাজু, হাফিজ
মাওলানা রিয়াজ আল মামুন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা রুহুল
আমীন নগরী, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা সানা উল্লাহ,
মাওলানা মোহাম্মদ আলী, হাফিজ কবির আহমদ, মাওলানা
সাইফুর রহমান, হাফিজ সাব্বির আহমদ রাজী, মাওলানা মাহবুবুল
হক, মাওলানা আরিফুল হক ইদ্রিস, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা
রওনক আহমদ, মাওলানা রেজুওয়ান আহমদ, মাওলানা আব্দুর
রহমান, প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, মাওলানা রফিক বিন সিকান্দার
প্রমুখ। #আলোকচিত্রী :মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...