বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

কমলগঞ্জে দুই সন্তানের জনকের মৃত্য

কমলগঞ্জে অস্বাভাবিকভাবে
দুই সন্তানের জনকের মৃত্য
মৌলভীবাজারের কমলগঞ্জে
গলায় ফাঁস দিয়ে অস্বাভাবিকভাবে দুই
সন্তানের এক জনকের মৃত্যু হয়েছে। রহিমপুর
ইউনিয়নের জগৎশালা গ্রামে গত মঙ্গলবার (২৯
আগষ্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে ও গ্রামবাসী সূত্রে জানা যায়,
জগৎশালা গ্রামের জালাল উদ্দীনের ছেলে দুই
সন্তানের জনক মো: নুরুল ইসলাম (৪০) মঙ্গলবার
দিবাগত গভীর রাতে ঘরের চালার সাথে
নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
বুধবার সকালে বাড়ির লোকজন ঘরের চালাল
সাথে তার ঝুলন্ত লাশ দেখে দ্রুত দেহটি
নামিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে
নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল
ইসলাম কে মৃত ঘোষণা করেন। কর্তব্যরত
চিকিৎসক ঘটনাটি পুলিশ কেইস বলে থানাকে
অবহিত করার পরামর্শ দিলেও স্বজনরা মো:
নুরুল ইসলামের লাশটি বাড়িতে নিয়ে এসে
দাফন সম্পন্ন করার চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে খবর পেয়ে কমলগঞ্জ থানার
পুলিশের একটি দল নিহতের বাড়ি তদন্ত শুরু
করে। ঘটনা সম্পর্কে জানতে চাইলেও মো: নুরুল
ইসলামের বাড়ির কেউ কথা বলতে রাজি হননি।
তবে রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিম
উদ্দীন এই অস্বাভাবিক মৃত্যুর সত্যতা নিশ্চিত
করে বলেন, গ্রামে গুঞ্জন শুনা যায়
পারিবারিক কলহের জের ধরে নুরুল ইসলাম
আত্মহত্যা করেছে। কমলগঞ্জ থানার অফিসার
ইনচার্জ মো. বদরুল হাসান ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, মৃত্যু রহস্য খতিয়ে দেখতে
ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো
হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...