রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭

বিপিএল-এ নতুন মাত্রা: সিলেট সিক্সার্স

























বিপিএল-এ নতুন মাত্রা: সিলেট
সিক্সার্স
ইতিহাস সৃষ্টির নতুন অঙ্গীকার নিয়ে এবার
বিপিএল এ যোগ দিচ্ছে ‘সিলেট সিক্সার্স’।
রোববার সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া
কমপ্লেক্সে এক জমকালো অনুষ্ঠানের মধ্য
দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)
২০১৭ এর নতুন সংযোজন ‘সিলেট সিক্সার্স’ এর
আত্মপ্রকাশ করে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রেসক্লাবের
সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ
সম্মেলনে দলের বিভিন্ন তথ্য জানান
সংশ্লিষ্টরা।
এবার সিলেট বিভাগ থেকে প্রথমবারের মত
বিপিএল- এ আসছে সিলেটি পৃষ্ঠপোষকতায় ও
ব্যবস্থাপনায় সংগঠিত দল ‘সিলেট সিক্সার্স’।
সিলেটের গৌরব ও কৃতি সন্তান মাননীয়
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দলটির
প্রধান পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যান হিসেবে
ফ্রেঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন সিলেটেরই
স্বনামধন্য সমাজসেবক ও স্থপতি সাহেদ মুহিত।
দলের চেয়ারম্যান শাহেদ মুহিত বলেন- সিলেট
বিভাগের অধিবাসীদের খেলার সাথে সম্পৃক্ত
করা এবং ভালো খেলা উপহার দেয়াই ‘সিলেট
সিক্সার্স’র প্রধান উদ্দেশ্য। তিনি আরো
বলেন- ছাত্র এবং যুবকদেরকে খেলাধুলার
সাথে সম্পৃক্ত করে তাদেরকে সুস্থ কর্মকান্ডে
নিয়োজিত রাখতে খেলাধুলার কোন বিকল্প
নেই।
এই প্রথমবারের মত সিলেটবাসী তাদের নিজ
স্টেডিয়ামে বিপিএল’র খেলা উপভোগ করতে
পারবে। নভেম্বর এর ৪ তারিখ থেকে বিপিএল’র
প্রথম পর্বের খেলাগুলো সিলেটে অনুষ্ঠিত
হবে।
অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন- দলের আইকন,
জাতীয় দলের তারকা সাব্বির রহমান ও নাসির
হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল
আব্দুল মুহিত এমপি, সিলেটের বিভাগীয়
কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম,
ডিআইজি কামরুল আহসান, সিলেট সিটি
করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,
জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার,
মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম
কিবরিয়া, পুলিশ সুপার মনিরুজ্জামান,
জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ
কে আব্দুল মোমেন, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের
উপদেষ্টা নাসির এ চৌধুরী, ম্যানেজিং
ডিরেক্টর ফারজানা চৌধুরী, স্কয়ার ফুডস
অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পরিচালক
অঞ্জন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ,
সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের
সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর
রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম
চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ
সেলিমসহ ক্রিকেট জগৎ ও সিলেটের সুপরিচিত
ও গণ্যমান্যব্যক্তিবর্গ।
সিলেট সিক্সার্স’র কর্মকর্তাদের মধ্যে
ছিলেন ফারুক আহমদ, গাজী আশরাফ হোসেন
লিপু, লায়লা রহমান কবির, আলতামাস কবির,
নিহাদ কবির, ফারজানা চৌধুরী, ইয়াসির
ওবায়েদ, মোবাশ্বির আহমদ চৌধুরী, মাশেদ আর
আব্দুল্লাহ, মান্তাসা আহমেদ, শামিনা মুহিত,
আফজাল হাসান উদ্দিন রিজভি, আখতার হাসান
উদ্দিন, সাজমুস সাকিব প্রমুখ।
লোগো উন্মোচন ও সংবাদ সম্মেলনের পরে
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
#আলোকচিত্রে : মুছলিম আলী

1 টি মন্তব্য:

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...