মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

লাখো মানুষের ঈদের নামাজ আদায় সিলেটে

সিলেটে লাখো মানুষের ঈদের
নামাজ আদায়
সিলেট নগরীতে লাখো মানুষ আদায় করলেন
পবিত্র ঈদুল আযহার নামাজ। ঈদের নামাজে মুসল্লীরা
অশ্রুভেজা কন্ঠে ক্ষমা চান মহান রাব্বুল আলামিনের
কাছে। পাশাপাশি দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা
করেন তারা।
সিলেটে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক
শাহী ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত
ওই ঈদগাহে একসাথে কয়েক হাজার মুসল্লী ঈদের
নামাজ আদায় করেন।এদিকে, শাহী ঈদগাহ ময়দানে
ঈদের নামাজ আদায় করেছেন সিলেটের বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।এছাড়া দরগাহে
হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত হয়
সকাল ৮টায়।
প্রধান এ দুটি স্থান ছাড়াও নগরীর একাধিক ঈদগাহ, মাদরাসা
মাঠ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এর
মধ্যে সিলেট কালেক্টরেট জামে মসজিদ,
শেখঘাট শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, কালিঘাটস্থ
নবাবী জামে মসজিদ ওয়াকফ এস্টেট, মাছিমপুরস্থ
শেখ মৌলভী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টিলাগড়
শাহ মাদানী ঈদগাহ, পাঠানটুলা নবাবী শাহী ঈদগাহ এবং
পশ্চিম পীরমহল্লা জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল
আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া বেশ কয়েকটি স্থানে একাধিক ঈদের জামাত
অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নগরীর বন্দরবাজারস্থ
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে
৭টায় এবং পরে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
#আলোকচিত্রে : মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...