মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদরাসার ছাত্র সংসদের মানববন্ধন। #আলোকচিত্রী :মুছলিম আলী

জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল
মাদরাসার ছাত্র সংসদের মানববন্ধন। #আলোকচিত্রী :মুছলিম
আলী
নিজস্ব প্রতিবেদক :রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ বন্ধের
দাবিতে
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর
২০১৭: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা,
অগ্নিসংযোগ, নারী ও শিশুদের ধর্ষণ, লুটপাট ও
সীমান্তে মাইন স্থাপন বন্ধের দাবিতে জামেয়া রাহমানিয়া
তায়িদুল ইসলাম কামিল মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে
অধ্যক্ষ মাওলানা শামদ্দোহার সভাপতিত্বে ও মাওলানা আব্দুস
শাকুরের পরিচালনায় উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন
করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ থেকে
সাড়ে ১২টা সিলেট -সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি পূর্ব
পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানব বন্ধনে বক্তারা বলেন- মিয়ানমারে রোহিঙ্গাদের
ওপর গণহত্যা বন্ধ করতে হবে। নারী ও শিশু নির্যাতন বন্ধ
করে জাতিসংঘের জোরালো পদক্ষেপ গ্রহণেরও দাবি
জানান বক্তারা। একইসঙ্গে রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা
দিয়ে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবিও
তোলা হয়। মানব বন্ধনে মাদরাসার বিপুল সংখ্যাক শিক্ষার্থী
ছাড়া স্থানয়ি শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার
মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা
শামদ্দোহার সভাপতিত্বে ও মাওলানা আব্দুস শাকুরের
পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মাদরাসার
মোহাদ্দিস ডক্টর দাউদ আহমদ।
মানববন্ধনে দোয়া পরিচালনা করেন জামেয়া রাহমানিয়া
তায়িদুল ইসলাম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামদ্দোহা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...