সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দাবিতে
গোবিন্দগঞ্জে স্বেচ্ছাসেবক
লীগের মানববন্ধন
সমবার, ২৮ আগস্ট ২০১৭: ১৫
আগস্টে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধুকে
হত্যাকারী খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির
রায কার্যকর করার দাবিতে ছাতক উপজেলার
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে রবিবার (২৭
আগস্ট) দুপুর ১২টায় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক
লীগ সভাপতি ওবায়দুর রউফ বাবলুর সভাপতিত্বে
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক
আব্দুস শহীদের পরিচালনায় গোবিন্দগঞ্জ
পয়েন্টে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- ১৫ আগস্টের
হত্যাকারী খুনীদের দেশে এনে ফাঁসি দিয়ে
সোনার বাংলাকে কলংকমুক্ত করতে সরকারের
প্রতি জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ছাতক উপজেলা
আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ বলেন- কিছু
বিপথগামী কুলাঙ্গার সেনা অফিসার বঙ্গবন্ধু শেখ
মুজিবের নাম এদেশের মানুষের হৃদয় থেকে
চিরতরে মুছে ফেলার উদ্দেশ্যে সপরিবারে
বঙ্গবন্ধুকে হত্যা করে। আল্লাহর মহিমায়
ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ
হাসিনা ও শেখ রেহেনা অলৌকিকভাবে বেঁচে
যান।
আজ রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের সফল
প্রধানমন্ত্রী উন্নয়নের রূপকার শেখ হাসিনার
উন্নয়নে ইর্ষান্বিত হয়ে আবারও বঙ্গবন্ধুর খুনি
চক্রের ইন্ধনে রাজাকার আল বদর পাকিস্তানি
দোসরদের ইশারায় পাকিস্তানি দালালরা
আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আমরা
ছাতক-দোয়ারার মাটি থেকে ঘৃণার সহিত দিক্ষার
জানাই এবং দৃঢ়কণ্ঠে জানিয়ে দিতে চাই খুনি,
রাজাকার আল-বদরদের স্থান এ বাংলার মাটিতে
নাই।আমরা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি চাই বঙ্গবন্ধুর
আত্মার মাগফিরাত কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাতক
উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগে
যুগ্ম আহবায়ক আবু সাহাদত লাহিন, যুগ্ম আহবায়ক
ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ
আহমদ, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা
আ’লীগ সদস্য চাঁন মিয়া চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা
কবির উদ্দিন লালা।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি
বাবুল রায়, উপস্থিত ছিলেন- সৈদেরগাঁও ইউপি
আ’লীগ সভাপতি মখলীছুর রহমান, সহ-সভাপতি
ফারুক আহমদ সরকুম, কালারুকা ইউপি আ’লীগের
সভাপতি আপ্তাবউদ্দিন, ভাতগাঁও ইউপি আ’লীগ
সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ইসলামপুর ইউপি
আ’লীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,
আ’লীগ সুয়েব আহমদ, আ’লীগ গোবিন্দগঞ্জ
সৈদেরগাঁও ইউপি ১নং ওয়ার্ড আ’লীগ সাধারণ
সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন, আ’লীগ নেতা
ফিরোজ আলী, ইমাম উদ্দিন, আবুল হাসনাত,
উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক জয়নাল আবদিন,
যুবলীগ নেতা আবিদুর রহমান আঙ্গুর, আরজ আলী,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাক
মঞ্জুর আলম, ময়নুল হক, কৃপেশ চন্দ, আবু সামা
রাসেল, সাকের হোসেন বাবুল, রাসেল আহমদ,
আব্দুল আলিম, কবির আহমদ, এনামুল হক এনাম,
সানোয়ার, শফিক মিয়া, মহিবুর রহমান, এইচ এম
মিজান, আবু বক্কর, বকুল মিয়া, সুনামগঞ্জ জেলা
সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ,
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি
কাওছার আল মামুন, উপজেলা ছাত্রলীগ দ্বিনুল
ইসলাম শ্যামল, লুৎফর রহমান লিটন, শেখ শাফিজুল
হক, গোবিন্দগঞ্জ আব্দুল হক বিশ্ববিদ্যালয় কলেজ
ছাত্রলীগ সভাপতি তজ্জমুল হক রিপন, ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক নাজমুল হোসেন (রাজ) প্রমুখ।
#আলোকচিত্রে
: মুছলিম আলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...