শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

নজরুল হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না

সিলেটে মুক্তিযোদ্ধা সন্তান নজরুল হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না ..শেখ আতিকুর রহমান বাবু। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর রহমান বাবু বলেন, যারা যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিল তাদের কারণেই আমরা আজ এদেশে সুখে শান্তিতে বসবাস করছি। কিন্তু সিলেটের জৈন্তাপুর উপজেলার একজন মরহুম বীর মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম বাবু হত্যার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। একজন মুক্তিযোদ্ধার সন্তানকে এভাবে হত্যা করে যদি পরিস্থিতি শান্ত হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ কি করবে? তিনি নজরুল ইসলাম বাবুর পরিবারকে শান্তনা দিয়ে বলেন, আপনাদের যতটুকু সহযোগিতার প্রয়োজন তা দিতে আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে। এসময় তিনি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তালিকা প্রদান করার জন্য নজরুল পরিবারকে বলেন। শুক্রবার রাতে সিলেট শহরতলী পীরের বাজার এলাকায় নজরুল ইসলাম বাবুলের পরিবারকে শান্তনা দিতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার বাড়িতে যান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কল্যাণ ও পূর্ণবাসন শাখার সরকার ফারহানা আক্তার সুমি, সহসভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, দপ্তর সম্পাদক এম এ রাসেল, প্রচার সম্পাদক সুফি মোঃ শেখ সুজন, শ্রম ও জনশক্তি সম্পাদক সাইদুল হক জুয়েল, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সালাহ উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক মো. জবরুল হোসেন সহ জেলা ও জৈন্তাপুর উপজেলার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। # আলোকচিত্রে : মুছলিম আলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...