শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

কোরবানির বর্জ্য নিয়ে সচেতনতামূলক র্যালি।

সিলেট সোলজার বয়েজ
ক্লাবের কোরবানির বর্জ্য
নিয়ে সচেতনতামূলক র্যালি।
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কোরবানির পশুর
আবর্জনা নিয়ে সচেতনতামূলক র্যালি সিলেট
সোলজার বয়েজ ক্লাবের উদ্যোগে অুনষ্ঠিত
হয়।
শুক্রবার নগরীর মজুমদারী থেকে র্যালি বের
হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত
সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের
সভাপতি বাপ্পি জাহান, সহ সভাপতি ওয়াহিদ
রহমান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, অর্থ
সম্পাদক সাইফুর রহমান ইমন, উপদেষ্টা বজলুর
রহমান বাবুল, আকরার বক্ত মজুমদার, মনজুরুল
ইসলাম, আজম খান, জাবের আহমদ চৌধুরী,
খায়রুজ্জামান বাবু, ফারুক আহমদ, সোয়াদ বর
চৌধুরী, মাহবুবুর রহমান মাহবুব প্রমুখ। র্যালি
পরবর্তী সমাবেশে বক্তারা পবিত্র ঈদ-উল
আযহার কুরবানির বর্জ্য যেখানে সেখানে না
পেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য আহ্বান
জানান। কারণ এ সমস্ত বর্জ্য থেকে নানা রোগ
সৃষ্টি হয়। তাই সর্বস্তরের মানুষকে সচেতন
থাকার লক্ষ্যে এ মহৎ উদ্যোগ গ্রহণ করতে হবে।
#আলোকচিত্রে
: মুছলিম আলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...