মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

জেলা ও মহানগর মহিলা আ’লীগের মানববন্ধন

প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিক
বক্তব্যের প্রতিবাদে জেলা ও
মহানগর মহিলা আ’লীগের
মানববন্ধন
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭:
বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহার
ষোড়শ সংশোধনী রায়ে অপ্রসাসঙ্গিক বক্তব্যের
প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর মহিলা
আওয়ামী লীগের যৌথ উদ্যোগে রবিবার (২৭
আগস্ট) বিকেলে এক মানববন্ধন কর্মসূচি নগরীর
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়।
মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা
মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা
ইসলামের সভাপতিত্বে এবং মহানগর মহিলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান
ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা
সুলতানার যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনিন
হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের
সভাপতি, ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর
শাহানারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের
সহ-সভাপতি সালমা বাসিত, শামসুন নাহার মিনু,
আছিয়া খানম শিকদার ও কাউন্সিলর জাহানারা
খানম মিলন, সাংগঠনিক সম্পাদক ও জেলা
পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা
রওশন জেবিন রুবা, সহ-সাধারণ সম্পাদক হেলেন
আহমদ, মাধুরী গুণ, মহিলা আওয়ামীলীগ নেত্রী
কাউন্সিলর শামীমা স্বাধীন, কয়তুন নেছা,
নাজিয়া, নার্গিস সুলতানা রুমি, শাহনাজ সুলতানা
দিনার, সালমা বেগম জবা, নাছিমা, হালিমা,
লাভলী, নামছিনাহার, রতœা বেগম, শ্যামলী দাস,
জয়ন্তী বালা, শামীমা খন্দকার, অঞ্জনা সরকার,
হামিদা খান লনী, সাহিদা তালুকদার, পারুল
মজুমদার, পরভীন আক্তার প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর মহিলা
আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা
মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশের প্রধান
বিচারপতি এসকে সিনহার ষোড়শ সংশোধনী
রায়ে অপ্রাসঙ্গিক বক্তব্যের তীব্র নিন্দা ও
প্রতিবাদ জানিয়ে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার
বাংলাদেশের সাথে পাকিস্তানের তুলনা
কোনভাবে মেনে নেয়া যায় না।
অনতিবিলম্বে প্রধান বিচারপতিকে তার বক্তব্য
প্রত্যাহার করার জোর দাবি জানান। অন্যথায়
সিলেট মহিলা আওয়ামী লীগ কঠোর কর্মসূচি
দিতে বাধ্য হবে। #আলোকচিত্রে : মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...