বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

কমলগঞ্জে মানববন্ধন রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে

রোহিঙ্গাদের ওপর বর্বর
নির্যাতনের প্রতিবাদে
কমলগঞ্জে মানববন্ধন
মিয়ানমারে
রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে
বুধবার বিকাল ৫টায় মৌলভীবাজারের
কমলগঞ্জ উপজেলার পতনউষারের শহীদ নগর
বাজারে সর্বস্তরের মানুষের এক বিশাল
মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে
রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলছে।
অতিদ্রুত এ চরম নির্যাতন ও গণহত্যা বন্ধ করতে
হবে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা এর তীব্র
পতিবাদ জানাচ্ছি। রোহিঙ্গাদেরকে
স্থায়ীভাবে বার্মাতে বসবাস করার জন্য
জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন এবং
শান্তিতে নোবেল জয়ী মিয়ানমারের অং সান
সুচিকে সন্ত্রাসের জননী আখ্যায়িত করে তার
নোবেল পদক কেড়ে নেয়ার দাবি
জানিয়েছেন।
মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত
মানববন্ধনে বক্তব্য রাখেন ২নং পতনউষার
ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক
আহমদ বাবু, সাংবাদিক আব্দুুল হান্নান চিনু,
সমাজসেবক অলি আহমদ খান, মাহমুদুর রহমান
বাদশা, মাওলানা জমির আলী, আবুল বশর
জিল্লুল, মাওলানা শরীফ খালেদ সায়ফুল্লাহ,
মাওলানা লোৎফুর রহমান জাকারিয়া, আব্দুল
মুকিত হাসানি প্রমুখ ।#আলোকচিত্রে : মুছলিম আলী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...