মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

৪নং ওয়ার্ডবাসী প্যানেল মেয়রকে দায়িত্ব না দেয়ায় ক্ষুব্ধ

প্যানেল মেয়রকে দায়িত্ব না দেয়ায়
ক্ষুব্ধ ৪নং ওয়ার্ডবাসী।
সোমবার, ২৮ আগস্ট ২০১৭:
প্যানেল মেয়রকে দায়িত্ব না-দিয়ে হজব্রত পালনে
যাওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরীর উপর ক্ষুব্ধ হয়ে
ওঠেছেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং
ওয়ার্ডবাসী। শনিবার (২৬ আগস্ট) রাতে এলাকাবাসী
মতবিনিময় সভা করে এ ক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসীর অভিযোগ- মেয়রের অবর্তমানে
প্যানেল মেয়র-১ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের
বিধান রয়েছেন। এ বিধানকে লঙ্ঘন করে সিলেট সিটি
কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ক্ষমতার
অপব্যবহার করে প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল
হাসান কয়েস লোদীকে বারবার বঞ্চিত করে
চলেছেন।
ইতিপূর্বে জেলে যাওয়ার সময় তিনি রেজাউল হাসান
কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব না-
দিয়ে নিয়ম বহির্ভূতভাবে প্যানেল মেয়র-২ কে দায়িত্ব
দিয়েছিলেন। পরে তা রহিত হয়ে যায়। বর্তমানে হজব্রত
পালনে যাওয়ার সময় প্যানেল মেয়র-১ কে দায়িত্ব না-
দিয়ে ৪নং ওয়ার্ডবাসীর প্রতি আবারো অবজ্ঞা প্রদর্শন
করেছেন।
মহামান্য হাইকোর্টের রায় অমান্য করে প্যানেল
মেয়র-১ কে দায়িত্ব না-দেওয়ায় এলাকাবাসী এর তীব্র
নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে প্যানেল মেয়র-১
কে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদানের জোর দাবি
জানান।
এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুস সামাদের সভাপতিত্বে ও যুব
সংগঠক আশরাফ আরমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য
রাখেন- ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ১ম প্যানেল মেয়র
রেজাউল হাসান কয়েস লোদী, বিশিষ্ট মুরব্বী আব্দুল
বারী, চেরাগ উদ্দিন, মো. ফয়েজ খান, আনোয়ার বখত
মজুমদার, ফারুক আলী, ফজল আহমদ, বেনু ভূষণ
ব্যানার্জী, আব্দুল করিম, আব্দুল হালিম, এম এ খান শাহীন,
সাহেদ আহমদ, মনসুর আলী, মুকিত খান।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে
তেলাওয়াত করেন এম এ ওয়াদুদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুয়েব
আহমদ, কামরুল হুদা কামরান, এম.এ সালাম খোকন, ডা. মুজিবুর
রহমান, লোকমান খান, ওলায়েত হোসেন লিটন, কয়েস
বখত, জাফর হোসেন, আকবর খান, আলমগীর
হেসেন, সুয়েবুল কিবরিয়া, ওমর মাহবুব, সালা উদ্দিন
সাকের, সুমন খান, জাহিদ হাসান পাবেল, আব্দুল আউয়াল, নুর
উদ্দিন খান হাসান, আব্দুস সাত্তার, সাগির আহমদ, আশিকুল জান্নাত
ফেরদৌস, একরামূল হক, আব্দুল ওয়াহিদ, জয়নাল আহমদ,
আব্দুল হামিদ, আহসানুল হক, সাহেদ আহমদ উমাম, নবেল
চৌধুরী, পাভেল, আলভি, মাজেদ আহমদ, সাকিল আহমদ
প্রমুখ। #আলোকচিত্রে
: মুছলিম আলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...