বুধবার, ২৯ জুন, ২০১৬

দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল

মুসলিম আলী ছাতক, সুনামগঞ্জ থেকে-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক ছাতক দোয়ারার সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সিলেটে বসবাসরত ছাতক বাসীর প্রিয় সংগঠন দনি ছাতক উন্নয়ন পরিষদ এলাকা সহ সিলেটে যেভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
তাই সমাজে রমজানের শিাকে কাজে লাগিয়ে সাম্য শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্টায় দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বুধবার একটি  রেস্টুরেন্টে দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের বিশাল ইফতার মাহফিলে ও সমন্বয় সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি মুহিবুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েম আহমেদের পরিচালনায় দনি ছাতক উন্নয়ন পরিষদের বিদ্রহী বলয়ের নেতা প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক শাকিব আল হাসান ছানার মূল সংগটন দনি ছাতক উন্নয়ন পরিষদের সাথে একাত্বতা পোষন করে বলেন, দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদ একটি সামাজিক সংগঠন দীর্ঘ ১৬ বছর যাবত এই সংগঠন দক্ষিন ছাতকবাসীর উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে এবং আগামীদিনেও কাজ করে যাবে ইনশাআল্লাহ। ভিন্ন মত এবং আদর্শিক কিছু এুটির কারনে আমরা দক্ষিন ছাতক উন্নয়ন পরিষদ এর বিদ্রহী বলয় তৈরী করতে বাদ্য হয়েছিলাম কিন্তু এখন উপদেষ্টামন্ডলী ও দনি ছাতক উন্নয়ন পরিষদের শীর্ষ নেতারে অনুরোদ ও আশ্বাসের প্রতি পরম শ্রদ্ধারেখে আমরা দনি ছাতক উন্নয়ন পরিষদ বিদ্রহী বলয়কে সাথে নিয়ে মূল কমিটির সাথে একাত্বতা পোষন করলাম।
এতে মূল বক্তব্য রাখেন গোবিন্দগন্জ আলীয়া মাদ্রাসার অধ্য মাওলানা আব্দুস সালাম আল মাদানী,বিশেষ অতিতির বক্তব্য রাখেন যুবদলের সাবেক কেন্দ্রিয় সহ-সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক,উপদেষ্টা আরশাদ আলী,ছাতক ইউকে যুব সংস্তার প্রতিষ্টাতা সভাপতি ও সুনামগ্জ এসোসিয়েশন ইউকে এর সহ-সভাপতি কমিউনিটি নেতা সানোয়ার আলী কয়েছ,সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুস সুবহান,হাফেজ মাওলানা মাসুদ চৌধুরী,উপদেষ্টা আবলুস মিয়া তিতাশা,আব্দুস শহীদ মুহিত,ফয়জুল বারী, দনি ছাতক উন্নয়ন পরিষদের প্রতিষ্টাতা সভাপতি শফিক আহমদ,আওয়ামীলীগ নেতা এনামুল হক লিলু,স্থায়ী পরিষদের সদস্য মুজিবুর রহমান মালদার,ফজলুর রহমান রাজু,মাহবুবুর রহমান,আব্দুর রশিদ হিমেল,সাবেক সভাপতি সাদিকুর রহমান সাদিক ও উবায়দুল হক শাহিন, রেজাউল ইসলাম টিটু,সহ-সভাপতি,মোহাম্মদ জুয়েল আহমদ,আব্দুল হামিদ,মারুফ আহমদ,আবু শামীম, সাংবাদিক আশরাফুর রহমান জুয়েল, যুন্ম সাধারাণ সম্পাদক মাওলানা সৈয়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম পাকি,এডভোকেট জুবায়ের আহমদ,হেলাল মিয়া,শামসুল ইসলাম সানী,উসমান গনী কাসন,ছদরুল ইসলাম লোকমান, এডভোকেট ছায়াদুর রহমান,এডভোকেট সাজ্জাদুর রহমান,এনামুল হক কাছা মিয়া,ফুজায়েল বিন হাবিব,অলিউর রহমান,আবুল কালাম,আবুল খয়ের, এডভোকেট জুবায়ের (২), ইব্রাহীম তালুকদার, আব্দুল আলীম, উকিল আলী, হাবিব,জুনায়েদ আহমদ, মুন্না,আবু জাবের, আলম,আতিক,রায়হান, হাবিব প্রমূখ। বিজ্ঞপ্তি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্দরবাজারে সংঘর্ষের ঘটনার পুলিশের মামলা #আলোকচিত্রী :মুছলিম আলী

নিজস্ব প্রতিবেদক :: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পর সিলেটের বন্দর বাজারে সংঘর্ষের ঘটনায় বিএনপি-ছাত্রদলে...